রাজশাহী-পূর্ব ১৭ই নভেম্বর বৃহস্পতিবার : ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ গত ১৭ই নভেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলার বাগমারা উপযেলাধীন সিমলা বাজার আহলেহাদীছ জামে মসজিদে, বাদ এশা দামনাশ বাজার আহলেহাদীছ জামে মসজিদে, ১৮ই নভেম্বর শুক্রবার বাদ ফজর একই মসজিদে তাবলীগী সফর ও তা‘লীমী বৈঠকে অংশগ্রহণ করেন। অতঃপর একই দিন নওগাঁ যেলার আত্রাই থানাধীন কালুপাড়া আহলেহাদীছ জামে মসজিদে তিনি জুম‘আর খুৎবা প্রদান করেন। ঐ দিন বাদ আছর তিনি রাজশাহী যেলার বাগমারা উপযেলাধীন ভরট্ট আহলেহাদীছ জামে মসজিদে তা‘লীমী বৈঠকে অংশগ্রহণ করেন।

নীলফামারী-পূর্ব ২৪শে নভেম্বর বৃহস্পতিবার : কেন্দ্রীয় দাঈ গত ২৪শে নভেম্বর বৃহস্পতিবার বাদ আছর নীলফামারী-পূর্ব সাংগঠনিক যেলার ডিমলা থানাধীন রামডাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে, বাদ এশা আমতলী বাজার জামে মসজিদে, ২৫শে নভেম্বর শুক্রবার দুপুর ১২-টায় ছোটখাতা সালাফিইয়াহ মাদ্রাসা মসজিদে, বাদ জুম‘আ ছোটখাতা আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব জলঢাকা থানাধীন পূর্ব বালাগ্রাম আহলেহাদীছ জামে মসজিদে, বাদ এশা বালাগ্রাম দাখিল মাদ্রাসা সংলগ্ন মসজিদে, ২৬শে নভেম্বর শনিবার বাদ যোহর কৈমারী বাজার যেলা মারকায মসজিদে, বাদ আছর বড়বাড়ী তাওহীদ ট্রাস্ট নির্মিত জামে মসজিদে, বাদ মাগরিব ডাকালীগঞ্জ বাজার জামে মসজিদে, বাদ এশা শৈলমারী জামে মসজিদে, ২৭শে নভেম্বর রবিবার বাদ যোহর কিশোরগঞ্জ থানাধীন দোলাপাড়া মৌলভীবাজার জামে মসজিদ, বাদ আছর দোলাপাড়া মুন্সিপাড়া জামে মসজিদে, বাদ এশা জলঢাকা থানাধীন কুঠিপাড়া জামে মসজিদে, ২৬শে নভেম্বর সোমবার বাদ ফজর একই মসজিদে, বাদ যোহর নীলফামারী-পশ্চিম সাংগঠনিক যেলার বাজিতপাড়া হাফেযিয়া মাদ্রাসা মসজিদে, বাদ আছর মুন্সিপাড়া তাওহীদ ট্রাস্ট নির্মিত জামে মসজিদে তাবলীগী সফর ও তা‘লীমী বৈঠকে অংশগ্রহণ করেন।







আরও
আরও
.