গত ২৭শে রামাযান সোমবার ১০ই মে দিবাগত রাত থেকে বিশ্বের বৃহত্তম কারাগার ফিলিস্তীনের গাযা সিটির উপর বিমান হামলা শুরু করেছে ইস্রাঈল। রামাযানের শুরুতে আল-আক্বছা মসজিদের দামেস্ক গেইট বন্ধ করে দেওয়া, পূর্ব যেরুযালেমের শেখ জার্রাহ এলাকা থেকে ফিলিস্তীনী পরিবারগুলিকে উচ্ছেদ করা এবং আল-আক্বছা মসজিদে ছালাতরত মুছল্লীদের উপর পুলিশী হামলার পর প্রতিবাদী ফিলিস্তীনীদের কণ্ঠ রুখে দিতে বিমান হামলা শুরু করে ইস্রাঈল। হামলায় গত ১০ দিনে তথা ২০শে মে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৩৮ জন নারী ও ৬৪ জন শিশু সহ মোট ২২৭ জন নিহত হয়েছে। যাদের মধ্যে রয়েছে গাযার পশ্চিমে শরণার্থী শিবিরে একই পরিবারের নিহত ১০ জন সদস্য। এছাড়া আহতের সংখ্যা দেড় হাযারের বেশী। শত শত বাড়ি-ঘর ধ্বংস ও অর্ধলক্ষ বাস্ত্তচ্যুত মানুষের আর্তচিৎকারে গাযার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। ইস্রাঈলী বিমান হামলায় এপি ও আল-জাজিরার ১২তলা ভবন সহ এ পর্যন্ত ৪৫০টি ভবন ধ্বংস হয়ে গেছে। এছাড়া সেখানকার বিদ্যুৎকেন্দ্র, ওয়াটার প্লান্ট, হাসপাতাল, খাদ্যগুদামসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হওয়ায় লাখ লাখ ফিলিস্তিনী মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।
[আমরা এই বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দ্রুত এই হামলা বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানাচ্ছি। সাথে সাথে ৫৭টি মুসলিম দেশের সরকার ও অন্যান্য দেশের বিবেকবান মানুষকে মযলূম ফিলিস্তীনীদের সাহায্যে এগিয়ে আসার উদাত্ত আহবান জানাচ্ছি। সর্বোপরি আল্লাহর নিকট প্রার্থনা করছি তিনি যেন এই অভিশপ্ত ইহূদী সরকার ও তাদের সহযোগী পরাশক্তিগুলিকে নির্মূল করে দেন (স.স.)]