জাতিসংঘের প্রতিবেদন

গত বছর ৩ হাযারেরও বেশি আফগান নিহত হয়েছে

২০১১ সালে আফগানিস্তানে ৩ হাযার ২১ জন বেসামরিক আফগান নিহত হয়েছে। গত ৪ঠা ফেব্রুয়ারী প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে এই পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০০১ সালে তালেবান শাসনের অবসানের পর এক বছরে নিহত হওয়ার এই সংখ্যাই সর্বোচ্চ। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ২০১০ সালের তুলনায় গত বছর আফগানিস্তানে শতকরা ৮ ভাগ বেশি লোক নিহত হয়েছে।

আদালত অবমাননার মামলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী গিলানী অভিযুক্ত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানীকে আদালত অবমাননার দায়ে গত ১৩ ফেব্রুয়ারী অভিযুক্ত ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ আদালত পাকিস্তান সুপ্রিমকোর্ট। এ মামলায় দোষী প্রমাণিত হ’লে প্রধানমন্ত্রীর পদ খোয়াতে পারেন গিলানী। হ’তে পারে ৬ মাসের কারাদন্ডও। প্রসঙ্গত, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে সুইজারল্যান্ডের একটি আদালতে আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করতে গিলানী সরকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট। কিন্তু তিনি সেই নির্দেশ অমান্য করেন। সেই প্রেক্ষিতে তার বিরুদ্ধে আদালত অবমাননার চার্জ গঠন করা হয়। আদালত এর আগে এ মামলাটি চালু করতে প্রধানমন্ত্রীকে দুই বছর সময় দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোন উদ্যোগ নেননি বলে অভিযোগ রয়েছে। তবে রাষ্ট্রপ্রধানের দায়মুক্তি আইনের দোহাই দিয়ে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির তদন্ত পুনরায় শুরু করতে অস্বীকৃতি জানিয়েছিল গিলানীর নেতৃত্বাধীন পাকিস্তান সরকার।

মধ্যপ্রাচ্যে ভাসমান কমান্ডো ঘাঁটি করবে আমেরিকা

মধ্যপ্রাচ্যে একটি বৃহৎ ভাসমান সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে আমেরিকা। ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি ও ইয়েমেনে সন্ত্রাসবিরোধী যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন কমান্ডো দলের জন্য এ ঘাঁটি নির্মাণ করা হবে। মার্কিন কেন্দ্রীয় কমান্ডোর অনুরোধে কমান্ডোদের জন্য নির্মিত একটি অস্থায়ী ঘাঁটিতে এই জাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে উচ্চগতির ছোট নৌকা ও নেভী সিলদের ব্যবহৃত হেলিকপ্টার সংযুক্ত থাকবে।

গ্রীষ্মের আগেই ইরানে হামলা হ’তে পারে

-রুশ সেনাপ্রধান

রাশিয়ার সেনাপ্রধান জেনারেল নিকোলাই মাকারোভ বলেছেন, আগামী গ্রীষ্মের আগেই ইরানে হামলা হ’তে পারে। তিনি আরো বলেছেন, রাশিয়া একটি নতুন ক্রাইসিস সেন্টার প্রতিষ্ঠা করেছে এবং ঐ কেন্দ্র ইরান সংক্রান্ত সর্বশেষ তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করছে। রুশ বার্তা সংস্থা রিয়া নোভোস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি গত ১৪ ফেব্রুয়ারী এসব কথা বলেছেন।






বিশ্বসেরার তালিকায় সঊদী আরবের ১৫টি বিশ্ববিদ্যালয়
কাজাখস্তানে ছিয়ামপালনকারীর সংখ্যা দিন দিন বাড়ছে
গৃহযুদ্ধে জর্জরিত সুদান : এ যেন প্রচারহীন এক গণহত্যার উপাখ্যান
২০১৭ সালে বিশ্বের শীর্ষ ১০টি সামরিক শক্তিধর দেশের মধ্যে ৮ নম্বরে তুরস্ক
মুসলিম জাহান
তুরষ্কে গণভোটে এরদোগানের ঐতিহাসিক বিজয়
ইউরোপের সবচেয়ে বড় মসজিদ চেচনিয়ায়
আফগানিস্তানে মাদকসেবীদের যেখানে পাচ্ছে সেখানেই আটক করছে তালেবান
ইসলামী শরী‘আহ আইন আরও যোরদার করছে মালয়েশিয়া
মুসলিম জাহান
ট্রাম্পের চুক্তি মেনে নিতে কয়েকটি আরব দেশের চাপ প্রয়োগে মাহমূদ আববাস বিস্মিত
খাদ্য সংকট : ক্ষুধার্ত সন্তানদের ঘুমের ওষুধ খাইয়ে রাখছেন আফগানরা
আরও
আরও
.