জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়ে নিউইয়র্কের ইসলামিক কালচারাল সেন্টারে জুম‘আর খুৎবা ও জামা‘আতে ইমামতি করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম। জুম‘আর পূর্বে সেখানে কুরআন তেলাওয়াত ও আযান প্রদান করেন বাংলাদেশের ক্বারী শায়েখ আহমাদ বিন ইউসুফ।
আট শতাধিক মুছলীর সামনে প্রদত্ত খুৎবায় আনোয়ার ইব্রাহীম তার দেশের একটি বহুজাতিক এবং বহু-ধর্মীয় সমাজ পরিচালনার অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বলেন, আমাদের পরস্পরের জন্য শান্তি ও সম্প্রীতির সাথে বসবাস করা গুরুত্বপূর্ণ। আমরা সর্বদা বোঝাপড়া, সহনশীলতা এবং অন্যদের সংস্কৃতি ও ধর্ম বোঝার প্রয়োজনীয়তা প্রচার করার চেষ্টা করি।
তিনি বলেন, যখন বিভিন্ন দেশে কুরআন পোড়ানোর ঘটনা ঘটছিল, তখন মালয়েশিয়া পবিত্র কুরআনের ১০ লাখ কপি ছাপিয়েছে। এরপর আমরা ১৫ হাযার কপি সুইডেনে পাঠিয়েছি, যেন তারা কুরআন দেখে, তা নিয়ে চিন্তা-গবেষণা করে এবং অজ্ঞতার কারণে সংঘাত না করে।
ছালাত শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় এন্ড্রু ভিনালস নামে স্প্যানিশ এক নাগরিক তাঁর হাতে ইসলাম গ্রহণ করেন।