খাবারে বিষ প্রয়োগ করে ইয়াসির আরাফাতকে হত্যা করা হয়েছে

ইহুদীবাদী ইসরাঈল ফিলিস্তীনী নেতা ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগ করে হত্যা করেছিল বলে নতুন এক তদন্ত থেকে জানা গেছে। ইয়াসির আরাফাতের সাবেক বিশেষ উপদেষ্টা বাসাম আবূ শরীফ বলেছেন,  বৃটিশ ফরেনসিক বিশেষজ্ঞরা গবেষণায় দেখতে পেয়েছেন, আরাফাতের খাবারে বিষাক্ত পদার্থ থ্যালিয়াম মিশিয়ে দেয়া হয়েছিল। থ্যালিয়াম হচ্ছে মারাত্মক বিষাক্ত দ্রব্য, যা সাধারণত খাদ্যের মধ্যেই প্রয়োগ করা হয়। ইসরাঈলী সেনারা ইয়াসির আরাফাতকে পশ্চিম তীরের রামাল্লায় যখন তার দফতরে অবরুদ্ধ করে রেখেছিল, তখন তেলআবিব তার খাদ্য অথবা পানীয়তে এ বিষ প্রয়োগ করে বলে আবূ শরীফ জানিয়েছেন। উল্লেখ্য, আরাফাত রহস্যজনক রোগে আক্রান্ত হয়ে ২০০৫ সালের ১১ নভেম্বর ফ্রান্সের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

ফিলিস্তীনকে স্বীকৃতি দিল গায়ানা

স্বাধীন রাষ্ট্র হিসাবে ফিলিস্তীনকে স্বীকৃতি দিল দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা। গত ১৩ জানুয়ারী পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ঐ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য ফিলিস্তীন এবং ইসরাঈল উভয়কেই এগিয়ে আসতে হবে। তাছাড়া সম্প্রতি চিলি ফিলিস্তীনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং ৩১ ডিসেম্বর ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ায় ফিলিস্তীন দূতাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

ওয়াশিংটন পোষ্টের তথ্য

পাকিস্তানের কাছে ১০০ পরমাণু অস্ত্র আছে

পাকিস্তান গত কয়েক বছর ধরে তার পরমাণু অস্ত্রের মজুদ দ্বিগুণ করেছে। ওয়াশিংটন পোষ্ট সম্প্রতি এ তথ্য জানিয়েছে। দেশটির পরমাণু অস্ত্রের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। মার্কিন নিরাপত্তা বিশ্লেষকের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, চার বছর আগেও পাকিস্তানের পরমাণু অস্ত্রের সংখ্যা ছিল ৩০ থেকে ৬০। বর্তমানে তা দাঁড়িয়েছে ১১০-এ। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রেসিডেন্ট ডেভিড অলব্রাইটের বরাত দিয়ে ঐ রিপোর্টে বলা হয়, পাকিস্তান খুব দ্রুত তাদের পরমাণু অস্ত্রের মজুদ বাড়িয়েছে।

উল্লেখ্য, বর্তমানে ভারতের ৬০ থেকে ১০০টি পরমাণু অস্ত্র রয়েছে।






তুরস্কের একটি মসজিদে জামা‘আতের সাথে ফজরের ছালাত আদায়ের জন্য শিশু-কিশোরদের বিশেষ পুরস্কার!
সংস্কার করা হবে হেরা ও ছওর গুহা, থাকবে না কোন লেখা বা অঙ্কন
মুসলিম জাহান
আরব ইয়ুথ সার্ভে ২০১৬: তরুণ আরবদের মাঝে আইএস বিরোধী মনোভাব বাড়ছে
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় সঊদী আরবের মরুদ্যান আল-আহসা
সঊদী আরবে ব্যাপক বৃষ্টিপাত : সবুজে ছেয়ে গেছে মক্কা-মদীনার বিস্তীর্ণ মরুভূমি
পরিবর্তনের হাওয়া আলজেরিয়ায়
ওমরাহ পালনে আর এজেন্সীর প্রয়োজন হবে না, অনলাইনেই সঊদী ভিসা মিলবে ২৪ ঘণ্টায়
মুসলিম জাহান
গাছ জড়িয়ে ধরে বিশ্ব রেকর্ড
মুসলিম জাহান
সঊদী আরবে প্রতিদিন ইসলাম গ্রহণ করছে ১৬৪ প্রবাসী শ্রমিক
আরও
আরও
.