নিউইয়র্কস্থ জাতিসংঘের সদর দফতরে গত ৩০শে সেপ্টেম্বর প্রথমবারের মত ফিলিস্তীনী পতাকা উড়ানো হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে ফিলিস্তীনী পতাকা উড়ানো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট মাহমূদ আববাস। এদিন বেলা ১-টায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সামনে এ পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনকালে দেয়া বক্তব্যে মাহমূদ আববাস ফিলিস্তীনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে বিশ্ববাসীর কাছে আবেদন জানান। ২০১২ সালে জাতিসংঘ ফিলিস্তীনকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসাবে মর্যাদা দেওয়ার পর এবার পতাকা উত্তোলনের সুযোগ দিল সংস্থাটি। তবে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইসরাঈল ও তার অন্ধ সমর্থক যুক্তরাষ্ট্র সহ ছয়টি রাষ্ট্র।






আরও
আরও
.