অধিকৃত
গাযা উপত্যকা ও পশ্চিম তীরে ফিলিস্তীনীদের ত্রাণ সহায়তা স্থগিত করেছে
বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি)। জাতিসংঘের এই সংস্থা বলছে, আর্থিক
সংকটের কারণে গাযা এবং পশ্চিম তীরের কিছু ফিলিস্তীনীকে দেয়া ত্রাণ সহায়তা
স্থগিত এবং কিছু ক্ষেত্রে সহায়তার পরিমাণ কমাতে বাধ্য হয়েছে তারা।
ফিলিস্তীনী ভূখন্ডে নিয়োজিত সংস্থাটির পরিচালক স্টিফেন কার্নি বলেছেন, গত ১
জানুয়ারী থেকে অধিকৃত পশ্চিম তীরের প্রায় ২৭ হাযার ফিলিস্তীনীকে জাতিসংঘের
বিশ্ব খাদ্য কর্মসূচী আর ত্রাণ সহায়তা দিচ্ছে না। এছাড়া গাযার এক লাখ ১০
হাযারসহ অন্য এক লাখ ৬৫ হাযার ফিলিস্তীনী সচরাচর যে ত্রাণ সহায়তা পেতেন তা
কমিয়ে আনা হয়েছে। এখন তারা ৮০ শতাংশ ত্রাণ পাচ্ছেন। গত চার বছর ধরে অন্যতম
দাতাগোষ্ঠী যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দাতাদের সহায়তা ধারাবাহিকভাবে কমে আসায়
ত্রাণ সহায়তা বন্ধ এবং হ্রাসের সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে
ডব্লিউএফপি। গত বছর গাযা উপত্যকায় প্রায় আড়াই লাখ ফিলিস্তীনীকে সহায়তা
করেছে জাতিসংঘের এই কর্মসূচী। এছাড়া পশ্চিম তীরেও প্রায় এক লাখ ১০ হাযার
মানুষকে সহায়তা দেয়া হয়। পশ্চিম তীরে বর্তমানে বেকারত্বের হার প্রায় ১৮
শতাংশ। কিছু কিছু ফিলিস্তীনী উচ্চ বেতনের আশায় ইসরাঈলে কাজ করতে চায়।
কিন্তু এজন্য ইসরাঈলী কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয় এবং ইসরাঈল বেছে বেছে
কিছু ফিলিস্তীনীকে এই সুবিধা দেয়।