ইরানের রাজধানী তেহরানে ন্যামের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত
ইরানের রাজধানী তেহরানে গত ৩০ ও ৩১ আগষ্ট জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দু’দিনব্যাপী এ সম্মেলনে ইরানের উপর একতরফাভাবে অবরোধ আরোপের নিন্দা জানিয়ে একটি দলীল গৃহীত হয়। এতে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচী চালানোর ক্ষেত্রে ইরান ও অন্যান্য দেশের বৈধ অধিকারের প্রতি সমর্থন জানানো হয়। ঘোষণাপত্রে একটি স্বাধীন ফিলিস্তীন রাষ্ট্র গঠন এবং বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্ত করণ এবং রাজনৈতিক উদ্দেশ্যে বিশ্বব্যাপী ইসলামভীতি ও জাতিগত বিদ্বেষ ছড়িয়ে দেয়ার তীব্র বিরোধিতা করা হয়। প্রেসিডেন্ট মাহমূদ আহমাদিনেজাদ সমাপ্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি পরবর্তী তিন বছরের জন্য ন্যামের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব বান কি মুন সহ প্রায় ৩০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ অংশগ্রহণ করেন। তবে ইসরাঈলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সম্মেলনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ন্যাম শীর্ষ সম্মেলন মানবতার জন্য কলঙ্ক। উল্লেখ্য, ন্যামের পরবর্তী ১৭ তম শীর্ষ সম্মেলন ২০১৫ সালে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে অনুষ্ঠিত হবে।
মিসরে প্রেসিডেন্ট মুরসির ব্যাপক সংস্কার
মিসরের নবনিযুক্ত প্রেসিডেন্ট মুরসী অল্প সময়ের মধ্যেই অনেকগুলি সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন। গত ১২ আগস্ট তিনি দেশটির ক্ষমতাধর সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী ফিল্ড মার্শাল হুসেন তানতাবীকে (৭৬) অপসারণ করেন এবং তাকে মিসরের সর্বোচ্চ সম্মাননা ‘দ্য গ্র্যান্ড কলার অব দ্য নাইল’-এ ভূষিত করেন। একইসাথে সেনাবাহিনীর চিফ অব স্টাফ, বিমানবাহিনী ও নৌবাহিনী প্রধান এবং বিমান প্রতিরক্ষা প্রধানকেও অবসর প্রদান করেন এবং প্রেসিডেন্টের ক্ষমতা খর্ব করে সামরিক বাহিনী সংবিধানের যে সংশোধনী এনেছিল তাও তিনি বাতিল করেন। গত ২ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীর জেনারেল পদমর্যাদার ৭০ জন কর্মকর্তাকে অবসরে পাঠান। তাছাড়া ৫০ বছর যাবৎ টেলিভিশনে হিজাব পরে খবর পাঠের উপর যে সরকারী নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করা হয়েছে। এর ফলে ফাতিমা নাবীল নামক এক সংবাদপাঠিকার হিজাব পরে সংবাদ পাঠের মাধ্যমে মিসরে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
রোহিঙ্গারা এ বছর ঈদের ছালাতও আদায় করতে পারেনি!
মিয়ানমারের সাম্প্রদায়িক দাঙ্গার পর রাখাইন রাজ্যে যরূরী আইনের সময়সীমা আরও এক মাস বাড়ানো হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা শহরে ও গ্রামগঞ্জের মসজিদগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছে। এর ফলে মুসলমানেরা পবিত্র ঈদের ছালাত মসজিদে আদায় করতে পারেননি। নিজস্ব ব্যবস্থায় ভয়-ভীতির মধ্য দিয়ে রোহিঙ্গারা ঈদের ছালাত আদায় করেছে।
জারদারির দুর্নীতি মামলা : পাক প্রধানমন্ত্রীকে ৩ সপ্তাহের সময় দিল সুপ্রিমকোর্ট
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতি মামলা ফের চালু করতে সুইস কর্তৃপক্ষকে চিঠি লিখতে প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে তিন সপ্তাহের সময় দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর গত ২৭ আগস্ট প্রথমবারের মতো সুপ্রিমকোর্টে হাজির হলে আশরাফকে আদালত এ নির্দেশ দেয়। এদিকে গত ২৬ আগস্ট মধ্যরাতে ক্ষমতাসীন জোটের বৈঠকে সিদ্ধান্ত হয় কোনো অবস্থাতেই প্রেসিডেন্টের বিরুদ্ধে সুইস কর্তৃপক্ষকে চিঠি লেখা হবে না। তবে আদালতের সমালোচনা না করার জন্য পিপিপি নেতাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী আশরাফ।