গাছ ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়াতে আফ্রিকার দেশ ঘানার যুবক আবুবকর তাহিরু ১ ঘণ্টায় ১ হাযার ১২৩টি গাছ জড়িয়ে ধরে বিশ্ব রেকর্ড গড়েছেন। এমন কীর্তিতে তাঁর নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায়। যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে ফরেস্ট্রিতে পড়াশোনা করেন আবুবকর। আলাবামার টাস্কেগি জাতীয় বনাঞ্চলে এ রেকর্ড গড়েন তিনি।

ঘানার টেপা এলাকায় আবুবকরের বাড়ি। তাঁর সম্প্রদায়ের মানুষেরা প্রধানত কৃষিজীবী। তাই প্রকৃতি, গাছও বনের সঙ্গে আবুবকরের ঘনিষ্ঠতা শৈশব থেকেই। আবুবকর ফরেস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। একপর্যায়ে বিশ্ব রেকর্ড গড়ার ঝোঁক চাপে তার। বেছে নেন গাছ জড়িয়ে ধরার মতো অপ্রচলিত একটি বিষয়।

ইচ্ছা অনুযায়ী আলাবামার জাতীয় বনাঞ্চলে ছুটে যান আবুবকর। দু’হাত বাড়িয়ে জড়িয়ে ধরেন বড় বড় সব গাছ। একে একে জড়িয়ে ধরেন ১ হাযার ১২৩টি গাছ। এতে সময় নেন মাত্র এক ঘণ্টা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ বলেছে, নতুন বিশ্ব রেকর্ড গড়তে আবুবকরকে ১ ঘণ্টায় ন্যূনতম ৭০০ গাছ জড়িয়ে ধরতে হ’ত। কিন্তু তিনি সহজেই সে লক্ষ্য ছাড়িয়ে যান। প্রতি মিনিটে ১৯টি গাছ জড়িয়ে ধরেছেন আবুবকর।







আরও
আরও
.