মধ্যপ্রাচ্যের
দেশ সংযুক্ত আরব আমিরাতে মুসলমানদের জন্য একটি মসজিদ তৈরি করেছেন ভারতের
কেরালার কায়ামকুলামের বাসিন্দা সাজি চেরিয়ান (৪৯) নামের এক খ্রিস্টান
ব্যবসায়ী। তিনি এই মসজিদে চলতি রামাযান মাসের প্রত্যেকদিন প্রায় ৮০০ ছিয়াম
পালনকারীর ইফতারের ব্যবস্থা করেন। গত বছর মুসলিম শ্রমিকদের জন্য ফুজাইরাহ
শহরে একটি মসজিদ নির্মাণ করেন তিনি। শ্রমিকরা তাদের কষ্টার্জিত অর্থ খরচ
করে ট্যাক্সিতে করে নিকটবর্তী মসজিদে গিয়ে ছালাত আদায় করতেন। এটি দেখে যাতে
দূরে গিয়ে শ্রমিকদের ছালাত আদায় করতে না হয়, সেজন্য ফুজাইরাহ শহরে মরিয়ম
উম্মু ঈসা (আ.) নামে একটি মসজিদ তৈরি করেন তিনি।
মাত্র কয়েকশ দিরহাম নিয়ে ২০০৩ সালে আরব আমিরাতে পাড়ি জমান চেরিয়ান। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই ব্যবসায়ী তার ও অন্যান্য প্রতিষ্ঠানের ৮ শতাধিক কর্মী ও জ্যেষ্ঠ কর্মকর্তার ইফতার আয়োজন করেন। মসজিদের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে প্রত্যেকদিন তিনি মুসলিমদের ফ্রি ইফতার করান। তিনি বলেন, গত বছরের ১৭ই রামাযানে মসজিদটি মুছল্লীদের জন্য খুলে দেয়া হয়। আমি অবশিষ্ট ছিয়ামগুলোতে মুসলিমদের ইফতার সরবরাহ করতে সক্ষম হয়েছিলাম। তবে চলতি বছর থেকে আমি প্রত্যেকদিন ইফতার সরবরাহ করছি। ইফতারির তালিকায় খেজুর, বিশুদ্ধ ফলমূল, স্ন্যাকস, জুস, পানি ও বিরিয়ানি থাকে। আমি বিভিন্ন ধরনের বিরিয়ানি তৈরি করি। কারণ যাতে তারা প্রত্যেকদিন একই ধরনের খাবার খেয়ে বিরক্ত না হন।