১৫ই সেপ্টেম্বর সকাল ১০-টায় বাঁকাল দারুল হাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ কমপ্লেক্স মিলনায়তনে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সাতক্ষীরা যেলার উদ্যোগে অনুমোদিত কর্মী ও কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়। যো ‘যুবসংঘে’র সভা পর্যন্ত আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত বলেন, ইসলামে চরমপন্থা ও শৈথিল্যবাদ কোনটিরই স্থান নেই। আল্লাহর নির্দেশ মোতাবেক প্রত্যেক মুসলমানকে অবশ্যই মধ্যমপন্থী হ’তে হবে। সন্ত্রাস ও জঙ্গীবাদ মুসলমানদের বিরুদ্ধে চক্রান্তকারী ইহুদী-খৃষ্টান সাম্রাজ্যবাদীদের পাতানো ফাঁদ মাত্র। জিহাদের অপব্যাখ্যা করে এ জঘন্যতম অন্ধকার পথে মুসলিম যুবক ও তরুণদের নামানো হয়েছে। তারা আজ স্বার্থান্বেষী মহলের কঠিন ষড়যন্ত্রের অসহায় শিকার। অতএব হে জঙ্গী! হে সন্ত্রাসী! তুমি জন্মের সময় ছিলে পিতা-মাতার নয়নের পুত্তলি ফুটফুটে এক শিশু। আর যৌবনে এসে তুমি হয়েছ সমাজের এমন ঘৃণ্যজীব যে জন্মদাতা পিতাও তোমার লাশ নিতে ঘৃণা করে। অতএব তওবা করে ফিরে এসো আল্লাহর প্রেরিত নির্ভেজাল সত্যের পথে। তোমার এ মূল্যবান জীবনকে উৎসর্গ করো মানবতার শান্তি ও কল্যাণের পথে। অশান্তি, অরাজকতা সৃষ্টির পথে নয়। কারণ তোমার চক্ষু, তোমার কর্ণ, তোমার বিবেক-বুদ্ধি সবই আল্লাহর দেওয়া পবিত্র আমানত। এর জন্য তোমাকে জবাবদিহি করতে হবে মহান রবের কাছে। তাই জাতি-ধর্ম, ভাষা-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে জান্নাতের পথ প্রদর্শনের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে।

যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে যেলার বিভিন্ন এলাকা থেকে কর্মী ও কাউন্সিল সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

সুধী সমাবেশ : অতঃপর বেলা ১১-টায় উক্ত কমপ্লেক্স মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সাতক্ষীরা সাংগঠনিক যেলার উদ্যোগে অনুষ্ঠিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষনে মুহতারাম আমীরে জামা‘আত বলেন, জাহান্নামী মানুষের বৈশিষ্ট্য হ’ল দু’টি (১) সকল কাজে শরী‘আত নির্ধারিত সীমালংঘন করবে (২) আখেরাতের চাইতে দুনিয়াকে অগ্রাধিকার দিবে। আর জান্নাতী মানুষের বৈশিষ্ট্য হ’ল ২টি (১) তারা প্রত্যেকটি কাজে আল্লাহর নিকট কৈফিয়ত দেওয়ার ব্যাপারে ভীত-সন্ত্রস্ত থাকবে (২) খেয়াল-খুশীর অনুসরণ করা থেকে নিজেকে বিরত রাখবে। আসুন আমরা জান্নাতবাসীদের বৈশিষ্ট্য দ্বারা নিজেদের জীবনে অলংকৃত করি।

যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর নযরুল ইসলাম ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা অধ্যক্ষ আযীযুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শাহীদুযযামান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মহীদুল ইসলাম, দফতর সম্পাদক আব্দুর রহমান সানা, সদর উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল খালেক, যেলা ‘যুবসংঘে’র সহ-সভাপতি আসাদুল্লাহ, প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম, যেলা ‘সোনামণি’ পরিচালক জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন উপযেলা, এলাকা ও শাখা নেতৃবৃন্দ।

পরদিন ১৬ই সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২-টায় বাসযোগে তিনি রাজশাহীর উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করেন এবং সন্ধ্যা ৭-টায় মারকাযে পৌঁছেন। ফালিল্লাহিল হাম্দ।







আরও
আরও
.