দাম্মাম ১৭ই মার্চ শুক্রবার : সংযুক্ত আরব আমিরাতে তিনদিনের সফর শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অদ্য সকাল সাড়ে ১০-টায় আবুধাবী থেকে সঊদী আরবের দাম্মাম বিমান বন্দরে পৌঁছেন। সেখানে দাম্মাম শাখা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক জামাল গাযী (চাঁদপুর) ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মুন্না (কুমিল্লা) তাদেরকে অভ্যর্থনা জানান। অতঃপর বাদ জুম‘আ তারা ‘আহলেহাদীছ আন্দোলন’ দাম্মাম শাখার সভাপতি জনাব আব্দুল্লাহ আল-মামূনের বাসায় এক মতবিনিময় সভায় মিলিত হন। তাৎক্ষণিকভাবে সেখানে প্রায় ৩০জন দায়িত্বশীল ও কর্মী যোগদান করেন। নেতৃবৃন্দ দাম্মামে আহলেহাদীছ আন্দোলনের অগ্রগতি ও কর্মতৎপরতার খোঁজ-খবর নেন এবং সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন।

মতীউর রহমান মাদানীর সাথে মতবিনিময় : একইদিন বেলা আড়াইটায় নেতৃবৃন্দ দাম্মাদ দাওয়া সেন্টারের বাংলা বিভাগের দাঈ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ মতীউর রহমান মাদানীর (ভারত) সাথে তার দাওয়া সেন্টারে এক মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে দাম্মাম শাখা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূনের নেতৃত্বে দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। এ সময়ে তিনি আমীরে জামা‘আত ও বাংলাদেশে আহলেহাদীছ আন্দোলনের দাওয়াতী কার্যক্রমের সার্বিক খোঁজ-খবর নেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ দাম্মাম শহরে ‘আন্দোলনে’র দাওয়াতী কার্যক্রম যোরদার করতে তার সহযোগিতা কামনা করেন।

ইসলামী সভা : খাফজী ১৭ই মার্চ শুক্রবার : অদ্য বাদ মাগরিব কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে ‘আহলেহাদীছ আন্দোলন’ আল-খাফজী শাখার উদ্যোগে আল-খাফজী দাওয়া সেন্টারে এক ইসলামী সভার আয়োজন করা হয়। অত্র দাওয়া সেন্টারের বাংলা বিভাগের দাঈ আব্দুল্লাহ আল-ফারূক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইসলামী সমাবেশে বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘যুসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, সঊদী আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মাদ মুশফিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন আল-খাফজী শিমালিয়া শাখার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আল-আমীন (বি-বাড়িয়া)। অনুষ্ঠানে প্রায় ৫শতাধিক সুধী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আল-খাফজী শাখার উপদেষ্টা তোফায্যল হোসাইন।

দায়িত্বশীল বৈঠক : আল-খাফজী ১৮ই মার্চ শনিবার : অদ্য সকাল সাড়ে ৯-টায় আহলেহাদীছ আন্দোলন আল-খাফজী কার্যালয়ে আল-খাফজী শিমালিয়া ও ছানাইয়া শাখার দায়িত্বশীলদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম আরও যোরদার করার আহবান জানান। এ সময়ে তারা দারুলহাদীছ বিশ্ববিদ্যালয় প্রকল্পে নিয়মিত দাতা হওয়ার আহবান জানালে উভয় শাখার সকল দায়িত্বশীল নিয়মিত দাতাদের অন্তর্ভুক্ত হন। উল্লেখ্য, এই প্রকল্পে নিয়মিত দাতা সংগ্রহের কাজ এখান থেকেই শুরু হ’ল। ফালিল্লা-হিল হামদ।

আলোচনা সভা : জাযিরা মারজান, দাম্মাম ১৯শে মার্চ রবিবার : অদ্য রাত ৯-টায় দাম্মাম শহরের সাগর তীরে মারজান আইল্যান্ডে ‘আহলেহাদীছ আন্দোলন’ দাম্মাম শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাম্মাম শাখা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমানগণ বক্তব্য পেশ করেন। অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক জামাল গাযী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মুন্না প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত সভায় অর্ধশতাধিক দায়িত্বশীল ও কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আব্দুল্লাহ আল-মামূনকে সভাপতি ও জামাল গাযীকে সাধারণ সম্পাদক করে ‘আহলেহাদীছ আন্দোলন’ দাম্মাম শাখা পুনর্গঠন করা হয়।

কর্মী সম্মেলন : রিয়াদ ২০শে মার্চ সোমবার : অদ্য বাদ মাগরিব ‘ আন্দোলন’ সঊদী আরব শাখার উদ্যোগে রিয়াদের ‘ইসতিরাহা লারিনে’ এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সঊদী আরব ‘আন্দোলন’-এর সভাপতি জনাব মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মী সম্মেলনে কেন্দ্রীয় মেহমানগণ বক্তব্য পেশ করেন। নেতৃবৃন্দ প্রবাসী কর্মীদের উদ্দেশ্যে দাওয়াতী ময়দানে সংগঠনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময়ে উপস্থিত কর্মীদের অনেকেই দারুলহাদীছ বিশ্ববিদ্যালয় ও ইজতেমা ময়দানের জন্য জমিক্রয়

প্রকল্পের নিয়মিত দাতা হিসাবে নিজেদের নাম তালিকাভুক্ত করেন।

মতবিনিময় সভা : রিয়াদ ২১শে মার্চ মঙ্গলবার : অদ্য রাত ৮-টায় কেন্দ্রীয় মেহমানদের সফর উপলক্ষে রিয়াদের প্রাণকেন্দ্র কিং খালেদ রোডে ‘রেড ওনিয়ন হোটেলে’ ‘আত-তাহরীক পাঠক ফোরাম রিয়াদ শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাঠক ফোরামের সভাপতি জনাব শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় কেন্দ্রীয় মেহমানগণ তাদের বক্তব্যে সমাজ সংস্কারে মাসিক আত-তাহরীকের ভূমিকা এবং আহলেহাদীছ আন্দোলনের উদ্যোগে চলমান প্রকল্পসমূহ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘আহলেহাদীছ আন্দোলন’ সঊদী আরব শাখার সভাপতি জনাব মুহাম্মাদ মুশফিকুর রহমান, কিং সালমান হাসপাতালের বার্ণ ইউনিটের প্রধান ডাঃ আব্দুর রশীদ, কোরিয়ান এমবিসিতে কর্মরত জনাব আব্দুল আযীয, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামীদ, জসীমুদ্দীন, লুৎফুর রহমান ও মুনীরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা : আল-খাবরা, আল-কাসীম ২২শে মার্চ বুধবার : অদ্য বাদ এশা ‘আহলেহাদীছ আন্দোলন’ আল-কাসীম আল-খাবরা শাখার উদ্যোগে মুহাম্মাদ ছাফওয়ান (দোহার, ঢাকা)-এর ওয়ার্কসপে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আল-কাসীম শাখা ‘আন্দোলন’-এর সভাপতি আবূ যয়নাব ছাদ্দামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সঊদী আরব মূল শাখার সহ-সভাপতি ও আল-খাবরা দাওয়া সেন্টারের দাঈ হাফেয মুহাম্মাদ আখতার (নওগাঁ), আল-কাসীম শাখার সহ-সভাপতি কবীর হোসাইন (লক্ষীপুর), সাধারণ সম্পাদক রাজীব বিন হাবীবুর রহমান (নারায়ণগঞ্জ) প্রমুখ বক্তব্য পেশ করেন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন আল-খাবরা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ।

ইফতার মাহফিল : আল-বুরাইদা, আল-কাসীম ২৩শে মার্চ ১লা রামাযান বৃহস্পতিবার : অদ্য বাদ আছর বুরাইদা শাখা ‘আন্দোলন’-এর উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সঊদী আরব ‘আন্দোলন’-এর সহ-সভাপতি হাফেয মুহাম্মাদ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য পেশ করেন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন আল-কাসীম শাখার সাধারণ সম্পাদক রাজীব বিন হাবীবুর রহমান।

ইফতার মাহফিল : উনাইযাহ, আল-কাসীম ২৪শে মার্চ শুক্রবার : অদ্য বাদ আছর বিশ্ববিখ্যাত মুহাদ্দিছ ছালেহ আল-উছায়মীন (রহঃ)-এর শহর আল-কাসীমের উনাইযাহ শহরে ‘আহলেহাদীছ আন্দোলন’ উনাইযাহ শাখার সভাপতি জনাব মুহাম্মাদ দেলওয়ার হোসাইনের ওয়ার্কসপে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুরাইদা ও আল-খাবরা থেকেও দায়িত্বশীলগণ এখানে যোগদান করেন। কেন্দ্রীয় মেহমানগণ উক্ত মাহফিলে বক্তব্য পেশ করেন।

মতবিনিময় সভা : মদীনা বিশ্ববিদ্যালয় ২৬শে মার্চ রবিবার : অদ্য রাত ১০-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ মদীনা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ক্যাম্পাস সংলগ্ন খোলা ময়দানে মদীনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নওদাপাড়া মারকাযের সাবেক ছাত্রদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘যুবসংঘ’ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও পিএইচডি গবেষক মুহাম্মাদ মীযানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় অঙ্গনে আহলেহাদীছ আন্দোলনের দাওয়াত বেগবান করার তাকীদ প্রদান করেন। পাশাপাশি মদীনা ও পার্শ্ববর্তী যেলাগুলোতে কর্মরত প্রবাসী বাঙালীদের মধ্যে ব্যাপকভাবে নির্ভেজাল তাওহীদ ও ছহীহ সুন্নাহর দাওয়াত পৌঁছে দেওয়ার আহবান জানান।

তায়েফ ২৮শে মার্চ মঙ্গলবার : তায়েফে ‘আহলেহাদীছ আন্দোলনে’র দায়িত্বশীল জনাব খোরশেদ আলমের (কুমিল্লা) আমন্ত্রণে সাড়া দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অদ্য ইফতারের পূর্বে তায়েফ গমন করেন। তারা ছানাইয়া এলাকায় জনাব সাইফুল ইসলামের (চাঁদপুর) বাসায় এক মতবিনিময় সভায় মিলিত হন। কেন্দ্রীয় মেহমানদের আগমনের সংবাদ জেনে বেশ কিছু দ্বীনী ভাই উক্ত অনুষ্ঠানে যোগদান করেন।

ইফতার মাহফিল : রিয়াদ ৩১শে মার্চ শুক্রবার : অদ্য বাদ আছর ‘আত-তাহরীক পাঠক ফোরাম’ রিয়াদ শাখার উদ্যোগে রিয়াদের হাইয়াল শেফা এলাকায় কাছার আল-আমরী কমিউনিটি সেন্টারে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পাঠক ফোরামের সভাপতি জনাব শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মাসিক আত-তাহরীক-এর সম্পাদক ও ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডঃ মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড-এর চেয়ারম্যান ডঃ আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, সঊদী আরব ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রহমতুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন সঊদী আরব ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল হাই। অনুষ্ঠানে ‘পাঠক ফোরাম’ ও ‘আন্দোলন’-এর দায়িত্বশীলগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ পাচ শতাধিক সুধী যোগদান করেন। অনুষ্ঠানে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা ছিল।

দায়িত্বশীল বৈঠক : রিয়াদ ৩১শে মার্চ শুক্রবার : অদ্য রাত ১০-টায় ‘আন্দোলন’ সঊদী আরব শাখার উদ্যোগে রিয়াদের বিভিন্ন শাখার দায়িত্বশীলদের নিয়ে ‘হারা’ শাখা কার্যালয়ে এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে সঊদী আরব মূল শাখাসহ ছানাইয়া আরবাইন, ছানাইয়া কাদীমা, হারা-উত্তর, হারা-দক্ষিণ, সুলাই-১৮ প্রভৃতি শাখার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। সঊদী আরব মূল শাখার সভাপতি মুহাম্মাদ মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দায়িত্বশীল বৈঠকে কেন্দ্রীয় মেহমানগণ সঊদী আরব সংগঠনের সার্বিক খোঁজ-খবর নেন এবং সংগঠনের অগ্রগতি সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন। সঊদী আরব শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল হাই অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন।






সুধী সমাবেশ \ কক্সবাজার (সুন্দর আকাংখাই যথেষ্ট নয়, সমাজসংস্কারের লক্ষ্যে জামা‘আতবদ্ধ হউন!) - -আমীরে জামা‘আত
দায়িত্বশীল প্রশিক্ষণ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড
দায়িত্বশীল প্রশিক্ষণ
বার তাকবীরে ঈদের ছালাত
মাসিক তাবলীগী ইজতেমা
ডা. আব্দুর রউফ এর মৃত্যু সংবাদ
সোনামণি
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল
যেলা সম্মেলন (রাজশাহী-পূর্ব) আশূরা চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিখাদ ইসলামী সমাজ কায়েমে ব্রতী হউন - -মুহতারাম আমীরে জামা‘আত
মজলিসে আমেলার ভার্চুয়াল বৈঠক - .
‘বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস’-এর সাবেক সভাপতি ড. মুহাম্মাদ ইলিয়াস আলীর মৃত্যু
আরও
আরও
.