ধামরাই, ঢাকা ৯-১১ই নভেম্বর শুক্র-রবিবার : আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ গত ৯ হ’তে ১১ই নভেম্বর তিনদিন ব্যাপী ঢাকা যেলার ধামরাই উপযেলার বিভিন্ন এলাকায় তাবলীগী সফর করেন। ৯ই নভেম্বর শুক্রবার বাদ মাগরিব তিনি তেঁতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদে, বাদ এশা তেঁতুলিয়া বড়পাড়া জামে মসজিদে; ১০শে নভেম্বর শনিবার বাদ ফজর ইকুরিয়া পূর্বপাড়া জামে মসজিদে, একই দিন বাদ যোহর আশুলিয়া জামে মসজিদে, বাদ আছর তিনআনী পাড়া, বাদ মাগরিব আশুলিয়া হাফেযিয়া মাদরাসা মসজিদে, বাদ এশা চন্দ্রপাড়া জামে মসজিদে এবং ১১ই নভেম্বর রবিবার বাদ ফজর ইকুরিয়া মধ্যপাড়া জামে মসজিদে, বাদ যোহর শরীফবাগ উত্তর-পশ্চিম পাড়া জামে মসজিদে, বাদ আছর ইকুরিয়া পশ্চিমপাড়া জামে মসজিদে, বাদ মাগরিব নলাম পশ্চিমপাড়া জামে মসজিদে এবং বাদ এশা পাথালিয়া জামে মসজিদে তাবলীগী সফর করেন। তিনদিনের এই তাবলীগী সফরে বিভিন্ন সময়ে তার সফরসঙ্গী ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ধামরাই উপযেলা কমিটির দায়িত্বশীল তানভীর আহমাদ, জামীল আহমাদ, আকরাম হোসাইন, পাথালিয়া জামে মসজিদের ইমাম ও খতীব মুহাম্মাদ নাছরুল্লাহ, শরীফবাগ পশ্চিমপাড়া মাদরাসার ইমাম হাফেয মীযানুর রহমান প্রমুখ।

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ১২-১৪ই নভেম্বর সোমবার-বুধবার : ১২ই নভেম্বর সোমবার বাদ এশা কাঞ্চন বাজার নতুন আহলেহাদীছ জামে মসজিদে; ১৩ই নভেম্বর মঙ্গলবার বাদ আছর পূর্ব কাঞ্চন ভূঁইয়াপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, একই দিন বাদ মাগরিব শিমুলিয়া ও বাদ এশা পূর্বাচল উপশহর জামে মসজিদে এবং ১৪ই নভেম্বর বুধবার বাদ আছর রাণীপুরা মহিলা মাদ্রাসা মসজিদে ও বাদ মাগরিব কলাতলী দক্ষিণপাড়া আহলেহাদীছ জামে মসজিদে তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। উক্ত তাবলীগী সভাসমূহে তাঁর সাথে বিভিন্ন সময়ে ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক ছফিউল্লাহ খাঁন, যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক মাহফূযুর রহমান, প্রচার সম্পাদক মুহাম্মাদ ইসমাঈল, ‘আন্দোলন’-এর একনিষ্ঠ কর্মী মুহাম্মাদ আব্দুল হালীম প্রমুখ।

খিলগাঁও, ঢাকা ১৫-১৬ই নভেম্বর বৃহস্পতি ও শুক্রবার : ১৫ই নভেম্বর বাদ যোহর যেলার খিলগাঁও থানাধীন ভাইগদিয়া কেন্দ্রীয় জামে মসজিদে, বাদ আছর নাছিরাবাদ আদর্শপাড়া জামে মসজিদে, বাদ মাগরিব খিলগাঁও থানার ত্রিমোহনীতে হাজী রুস্তম আলী মাষ্টার জামে মসজিদে, বাদ এশা নাছিরাবাদ গোলপাড়া জামে মসজিদে এবং ১৬ই নভেম্বর শুক্রবার বাদ ফজর ত্রিমোহনী জামে মসজিদে তাবলীগী সভাসমূহে তিনি বক্তব্য রাখেন।

কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ ১৮ই নভেম্বর রবিবার : অদ্য বাদ এশা যেলার সদর থানাধীন মাহিন্দ গালিম গাযী হাফেযিয়া মাদরাসা মসজিদে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় পাকুন্দিয়া সরকারী কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব নূরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ, স্থানীয় সুধী শফীকুল ইসলাম, রায়হানুল আলম, নযরুল ইসলাম ও মাসঊদুর রহমান প্রমুখ।

কাট বাওলা বাজার, মুক্তাগাছা, ময়মনসিংহ ২০শে নভেম্বর মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব যেলার মুক্তাগাছা থানাধীন কাট বাওলা বাজারের ফরহাদ মোবাইল সার্ভিসিং সেন্টারে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। টেলকী বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা একরামুল হক (হরিপুর, ঠাকুরগাঁও)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।






কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ ২০১৯
আল-‘আওন
মারকায সংবাদ (ছালাতুল ইসতিসক্বা আদায়)
দাওরায়ে হাদীছের শিক্ষা সমাপনী অনুষ্ঠান (মারকায সংবাদ)
সংগঠন সংবাদ
যুবসংঘ (কর্মী সম্মেলন ২০১৭) (জান্নাত লাভের স্বপ্ন নিয়ে সংগঠনের কাজ করুন) - -আমীরে জামা‘আত
পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের নিঃশর্ত অনুসরণই মানুষকে মুক্তি দিতে পারে (যেলা সম্মেলন : রংপুর ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রশিক্ষণ
মহিলা সমাবেশ
দাখিল পরীক্ষায় মারকাযের ছাত্র-ছাত্রীদের বৃত্তি লাভ (মারকায সংবাদ)
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ (মাসিক ইজতেমা, তা‘লীমী বৈঠক, সুধী সমাবেশ, সোনামণি)
মাসিক তাবলীগী ইজতেমা
আরও
আরও
.