১৪ই ডিসেম্বর শনিবার রসূলপুর হাইস্কুল ময়দান, কামারখন্দ, সিরাজগঞ্জ : অদ্য বেলা ২-টায় যেলার কামারখন্দ উপযেলাধীন রসূলপুর হাইস্কুল ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন’ সিরাজগঞ্জ যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্ল­াহ আল-গালিব উপরোক্ত কথা বলেন। তিনি সূরা ছফ-এর ৯ আয়াত তেলাওয়াত করে বলেন, ইসলামকে সকল ধর্মের উপর বিজয়ী করার জন্যই শেষনবীর আগমন ঘটেছিল। এ বিজয় দ্বারা কেবল রাজনৈতিক বিজয় নয় বরং সার্বিক জীবনে যথার্থ বিজয় বুঝানো হয়েছে।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুর্তযার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে ভাষণ দেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরামে’র কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান, সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক নাজমুন নাঈম, আল-‘আওনে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাবেক সাধারণ সম্পাদক মাওলানা তাসলীম সরকার, ঢাকা মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের খতীব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল, বাঁকাল দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ, সাতক্ষীরার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মাদ সোহেল, বগুড়া যেলা ‘যুবসংঘে’র সাবেক সভাপতি মুহাম্মাদ আল-আমীন, নাটোর যেলা ‘যুবসংঘে’র বর্তমান সভাপতি মুহাম্মাদ আলী, যেলা সভাপতি আব্দুল ওয়ারেছ প্রমুখ। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য পেশ করেন সম্মেলনের আহবায়ক ও ‘আন্দোলনে’র সুধী ইঞ্জিনিয়ার আব্দুর রায্যাক। এছাড়া পৃথক প্যান্ডেলে মহিলাদের বিপুল সমাগম ঘটে।

আল-‘আওন : অত্র সম্মেলনে যেলা আল-‘আওনের পক্ষ থেকে রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পিংয়ে ৫৮ জনের ব্লাড গ্রুপিং ও ৪০ জন ‘ডোনর’ তালিকাভুক্ত হন।






আরও
আরও
.