সারুলিয়া, মোল্লাহাট, বাগেরহাট ১৫ই জুলাই শনিবার : অদ্য বাদ মাগরিব বাগেরহাট যেলার মোল্লাহাট উপযেলাধীন সারুলিয়া মধ্যপাড়া জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মোল্লাহাট এলাকার উদ্যোগে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মুরববী হাফেয আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন হাফেয আবুদাঊদ ও মাওলানা ক্বারী এরশাদ প্রমুখ। সভায় উপস্থিত সদস্যদের পরামর্শক্রমে হাফেয আবুদাঊদকে সভাপতি ও মাওলানা ক্বারী এরশাদকে সাধারণ সম্পাদক করে মোল্লাহাট এলাকা ‘আন্দোলন’-এর কমিটি গঠন করা হয়।

গোবরা চৌধুরীপাড়া, গোপালগঞ্জ ১৬ই জুলাই রবিবার : অদ্য বাদ যোহর গোপালগঞ্জ যেলার সদর থানাধীন শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন গোবরা চৌধুরীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মসজিদের সভাপতি শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ।

উদয়পুর উত্তরকান্দি, মোল্লাহাট, বাগেরহাট ১৬ই জুলাই রবিবার : অদ্য বাদ মাগরিব মোল্লাহাট উপযেলাধীন উদয়পুর উত্তরকান্দি দারুল হাদীছ সালাফিইয়াহ মাদরাসা মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মাদরাসার মুহতামিম মাওলানা ইদ্রীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মাদ সাঈদুর রহমান ও অত্র মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল আযীয প্রমুখ।

বড় চরপাড়া, চিতলমারী, বাগেরহাট ১৭ই জুলাই সোমবার : অদ্য বাদ মাগরিব স্থানীয় আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মুরববী মাষ্টার আনোয়ার হোসাইনের  সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন বাগেরহাট যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আহমাদ আলী ও হুমায়ূন কবীর প্রমুখ।

পশ্চিম টেংরাখালী, কচুয়া, বাগেরহাট ১৮ই জুলাই মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব কচুয়া উপযেলাধীন পশ্চিম টেংরাখালী আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণ অধিদপ্তর, খুলনা অঞ্চল-এর অবসরপ্রাপ্ত ডি.ডি. মীর দারা শিকোর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মুহাম্মাদ ইউসুফ আলী, মুহাম্মাদ আব্দুল হালীম ও মঞ্জুরুল হক প্রমুখ।

সোহাগদল, স্বরূপকাঠী, পিরোজপুর ২০শে জুলাই বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব পিরোজপুর যেলার স্বরূপকাঠী উপযেলাধীন সোহাগদল আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা মাষ্টার শাহআলম বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ।

আদর্শ বয়া, স্বরূপকাঠী, পিরোজপুর ২১শে জুলাই শুক্রবার : অদ্য বাদ মাগরিব আদর্শবয়া আহলেহাদীছ জামে মসজিদে মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। ক্বারী শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা রেযাউল করীম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ ওয়ালিউল্লাহ ও মাহবূব আলম প্রমুখ।

গোলনা মধ্যপাড়া, ডুমুরিয়া, খুলনা ২২শে জুলাই শনিবার : অদ্য বাদ মাগরিব খুলনা যেলার ডুমুরিয়া উপযেলাধীন গোলনা মধ্যপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ডুমুরিয়া এলাকার সভাপতি সোহরাব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ.বি.এম. নূরুল আমীন সালাফী ও হাফেয মাওলানা আতাহার হোসাইন প্রমুখ।

ব্রহ্মপুর, দুর্গাপুর, রাজশাহী ৩০শে জুলাই রবিবার : অদ্য বাদ আছর যেলার দুর্গাপুর উপযেলাধীন ব্রহ্মপুর আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ব্রহ্মপুর শাখার সাবেক সভাপতি হাজী ইউনুস আলী শাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি হাজী আইয়ূব আলী সরকার, যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক মুহাম্মাদ খোরশেদ আলম প্রমুখ।

রামনগর, চাটমোহর, পাবনা ৪ঠা আগষ্ট শুক্রবার : অদ্য বাদ আছর পাবনা যেলার চাটমোহর উপযেলাধীন রামনগর আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মুরববী রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন মুহাম্মাদ আব্দুর রহমান ও মুহাম্মাদ লিয়াকত আলী প্রমুখ।

বর্নী, বড়াইগ্রাম, নাটোর ৪ঠা আগষ্ট শুক্রবার : অদ্য বাদ মাগরিব নাটোর যেলার বড়াইগ্রাম উপযেলাধীন বর্নী আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন পাবনা যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মাওলানা বেলাল হোসাইন ও নাটোর যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আব্দুল আযীয প্রমুখ।

নৌবাড়িয়া নতুন পাড়া, ভাঙ্গুড়া, পাবনা ৫ই আগষ্ট শনিবার : অদ্য বাদ যোহর পাবনা যেলার ভাঙ্গুড়া উপযেলা সদরের আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সভাপতি মুহাম্মাদ আরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন উক্ত মসজিদের ইমাম ও খত্বীব হাফেয মাওলানা রেযাউল করীম (বগুড়া) ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্য হ’তে জনাব মাহবূবুর রহমান, হাজী শহীদুর রহমান, আযাদুল ইসলাম ও মুহাম্মাদ সবুজ প্রমুখ।

হাসিপুর (হান্ডিয়াল), চাটমোহর, পাবনা ৫ই আগষ্ট শনিবার : অদ্য বাদ মাগরিব পাবনা যেলার চাটমোহর উপযেলাধীন হাসিপুর (হান্ডিয়াল) আহলেহাদীছ জামে মসজিদে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সভাপতি জনাব আব্দুল কুদ্দূস আকন্দ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ।

মহারাজপুর ভিটাপাড়া, গুরুদাসপুর, নাটোর ৬ই আগষ্ট রবিবার : অদ্য বাদ মাগরিব নাটোর যেলার গুরুদাসপুর উপযেলাধীন মহারাজপুর ভিটাপাড়া জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সুধী মাওলানা মুহাম্মাদ ইয়াকূবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার হোসাইন প্রমুখ।

একই দিন বাদ এশা মহারাজপুর কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের খত্বীব মাওলানা আব্দুল জববারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মাদ আব্দুল আলীম প্রমুখ।

ছোট বেলাইল, বগুড়া সদর, ৩রা আগস্ট বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব ছোট বেলাইল আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বগুড়া যেলার উদ্যোগে মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক ও ‘আন্দোলন’-এর দাঈ মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সিঙ্গাপুর প্রবাসী ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সিঙ্গাপুর যেলার সহ-সভাপতি ও অত্র যেলার অধিবাসী মু‘আযযম হোসাইন প্রমুখ।







আরও
আরও
.