১২-১৪ই অক্টোবর, সিঙ্গাপুর : গত ১২ই অক্টোবর রবিবার ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরামে’র কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মাদ মশীউর রহমান এক তাবলীগী সফরে সিঙ্গাপুর গমন করেন। সিঙ্গাপুর শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল হালীমের নেতৃত্বে দায়িত্বশীলগণ তাদেরকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। অতঃপর দুই দিনব্যাপী বিভিন্ন দাওয়াতী প্রোগ্রামে তারা ব্যস্ত সময় কাটান। উল্লেখ্য যে, বর্তমানে সিঙ্গাপুরে ‘আহলেহাদীছ আন্দোলনে’র দায়িত্বশীলবৃন্দ সক্রিয়ভাবে দাওয়াতী কার্যক্রম আঞ্জাম দিয়ে যাচ্ছেন। কিছুটা প্রতিকূল পরিবেশেও তাদের অক্লান্ত প্রচেষ্টায় বহু বাংলাভাষী প্রবাসীর কাছে হকের দাওয়াত পৌঁছে যাচ্ছে। ফালিল্লাহিল হামদ্।
১২-১৬ই অক্টোবর, মালয়েশিয়া : গত ১১ই অক্টোবর শনিবার ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব এবং ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ অলি হাসান দাওয়াতী সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গমন করেন। কুয়ালালামপুর বিমানবন্দরে তাদেরকে অভ্যর্থনা জানান মালয়েশিয়া শাখা ‘আন্দোলন’-এর আহবায়ক আবূ ইউসুফ এবং মাহিদুল ইসলাম। ১ম দিন ১২ই অক্টোবর বাদ মাগরিব তারা বন্দর বারু আমপাং-এ আরএইচবি ইসলামী ব্যাংকের ৩য় তলায় অবস্থিত সুরাওয়ে এবং একই দিন বাদ এশা তাসিক তামবাহান আমপাং-এ জনাব সাইফুল ইসলামের ওয়ার্কশপে অনুষ্ঠিত দাওয়াতী প্রোগ্রামে যোগদান করেন। এতে মালয়েশিয়ায় বাঙালী আহলেহাদীছদের মধ্যে দাওয়াতী কার্যক্রমে নেতৃত্বদানকারী সাঈদ আহমাদ, মাহিদুল ইসলাম, মাসঊদুর রহমান প্রমুখসহ কুয়ালালামপুরে অবস্থানরত প্রবাসী বাঙালীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ১৪ই অক্টোবর বাদ মাগরিব তারা ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া ক্যাম্পাসে অবস্থানরত বাঙালী ছাত্রদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে যোগদান করেন। এছাড়া ১৫ই অক্টোবর পাহাং প্রদেশের পেরাক যেলার লাদাং উলু বাছির পামওয়েল মিলে অবস্থিত শামসুল মা‘আরিফ মসজিদে প্রবাসী বাঙালী ওয়ার্কারদের নিয়ে আরেকটি দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়। এতে সিঙ্গাপুর সফর থেকে এসে যোগদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরামে’র কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মাদ মশীউর রহমান সাগর। অনুষ্ঠান শেষে জনাব মুহাম্মাদ আলী (ব্রাক্ষ্মণবাড়িয়া)-কে আহবায়ক এবং আবু ইউসুফ (কুমিল্লা)-কে যুগ্ম-আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট মালয়েশিয়া শাখা ‘আন্দোলন’-এর আহবায়ক কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য যে, মালয়েশিয়ায় বাংলাদেশী আহলেহাদীছ বা সালাফীদের সংখ্যা যথেষ্ট রয়েছে। তবে সবাই ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। বর্তমানে কুয়ালালামপুর শহরে উল্লেখিত ২টি সুরাও-এর মাধ্যমে সংক্ষিপ্ত পরিসরে দাওয়াতী কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফালিল্লাহিল হাম্দ।
১৭-২০শে অক্টোবর মক্কা, মদীনা, তায়েফ ও আল-কাছীম : সফরকারী নেতৃবৃন্দ সিঙ্গাপুর ও মালয়েশিয়া সফর শেষে ১৭ অক্টোবর সঊদী আরব গমন করেন। সঊদী আরব পৌঁছে তারা প্রথমে পবিত্র ওমরাহ পালন করেন। অতঃপর ১৭-২০ অক্টোবর পর্যন্ত তারা তায়েফ ও মদীনায় বিভিন্ন দাওয়াতী প্রোগ্রামে অংশগ্রহণ করেন। এরপর ২১শে অক্টোবর আল-কাছীম শহরের উদ্দেশ্যে যাত্রা করেন এবং ২২শে অক্টোবর আল-খাবরার একটি ইস্তারাহায় বাদ মাগরিব এক ইসলামী সম্মেলনে যোগদান করেন। আল-ক্বাছীম শাখার সভাপতি রাজিব বিন হাবীবের সভাপতিত্বে উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন সঊদী আরব শাখা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি হাফেয মুহাম্মাদ আখতার, কুয়েত প্রবাসী বিশিষ্ট দাঈ হাবীবুর রহমান, আল-কাছীম শাখার উপদেষ্টা আবূ মুহাম্মাদ সাদ্দাম ও সাইফুল ইসলাম প্রমুখ।
২৩শে অক্টোবর, রিয়াদ : ২৩শে অক্টোবর নেতৃবৃন্দ রাজধানী রিয়াদে গমন করেন এবং একইদিন বাদ মাগরিব দায়িত্বশীল ও কর্মী সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশে শায়খ মুশফিকুর রহমান (রাজশাহী)-কে সভাপতি, হাফেয মুহাম্মাদ আখতার (নওগাঁ)-কে সহ-সভাপতি এবং আব্দুল হাই (রাজশাহী)-কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট সঊদী আরব শাখা ‘আন্দোলন’-এর কমিটি পুনর্গঠন করা হয়। পরদিন ২৪শে অক্টোবর বাদ যোহর আত-তাহরীক পাঠক ফোরাম আয়োজিত প্রাণবন্ত এক মতবিনিময় সভা ও সুধী সমাবেশে অংশগ্রহণের পর বাদ মাগরিব ছানাইয়া কাদীমার ইস্তিরাহাতুল ওয়াযিরিয়ায় আয়োজিত এক জনাকীর্ণ সম্মেলনে তারা যোগদান করেন। এতে রিয়াদের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের দায়িত্বশীল, কর্মী ও প্রবাসীরা অংশগ্রহণ করেন। এসময় সঊদী আরব শাখা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি হাফেয মুহাম্মাদ আখতার মাদানী, সাধারণ সম্পাদক আব্দুল হাই মাদানী, উপদেষ্টা আব্দুল বারী ও আত-তাহরীক পাঠক ফোরামের দায়িত্বশীলবৃন্দসহ অন্যান্য দায়িত্বশীল ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
২৫শে অক্টোবর,আল-খাফজী : ২৫শে অক্টোবর তারা রাজধানী রিয়াদ থেকে আল-খাফজীর উদ্দেশ্যে রওয়ানা হন এবং বাদ মাগরিব ছানাইয়া শাখা অফিসে আয়োজিত দায়িত্বশীল ও কর্মী বৈঠকে মিলিত হন। এসময় অন্যদের মধ্যে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সঊদী আরব শাখা আন্দোলন-এর সাধারণ সম্পাদক আব্দুল হাই মাদানী, সাংগঠনিক সম্পাদক রিয়াযুল ইসলাম, রিয়াদ ছানাইয়া আছেমা শাখার দায়িত্বশীল আবুল হোসাইন এবং আত-তাহরীক পাঠক ফোরাম সঊদী আরব শাখার সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাফীযুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে মুহাম্মাদ তোফাযযল হককে ছানাইয়া শাখার সভাপতি এবং মুহাম্মাদ শামীম হোসাইনকে শিমালিয়া শাখার সভাপতি মনোনীত করে কমিটি পুনর্গঠন করা হয়।
২৬শে অক্টোবর, দাম্মাম : ২৬শে অক্টোবর তারা আল-খাফজী থেকে দাম্মামের উদ্দেশ্যে রওয়ানা হন এবং সেখানে বাদ এশা দাম্মাম ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূনের সভাপতিত্বে এক দাওয়াতী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এতে দাম্মাম শাখার দায়িত্বশীল ও সুধীবৃন্দসহ প্রবাসী বাঙালীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে আব্দুল্লাহ আল-মুন্নাকে সভাপতি এবং জামাল গাযীকে সাধারণ সম্পাদক করে দাম্মাম শাখা কমিটি পুনর্গঠন করা হয়। পরদিন ২৭শে অক্টোবর বাদ মাগরিব দাম্মাম ইসলামিক সেন্টারে মতীউর রহমান মাদানীর সভাপতিত্বে একটি অনুষ্ঠানে অংশগ্রহণের কথা থাকলেও বিশেষ কারণে তা স্থগিত হয়ে যায়। একই দিন দিবাগত রাত ১-টায় তারা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। সফর শেষে দাম্মাম বিমানবন্দরে তাদেরকে বিদায় জানান বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল-মামূন, সহ-সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক জামাল গাযী, অর্থ সম্পাদক আইয়ুব আলী প্রমুখ।