আলোচনা সভা

জাহানাবাদ, মোহনপুর, রাজশাহী ৯ই মে রবিবার : অদ্য বাদ আছর যেলার মোহনপুর উপযেলাধীন জাহানাবাদ আহলেহাদীছ জামে মসজিদে ‘আন্দোলন’ মোহনপুর উপযেলার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’ -এর সভাপতি মুহাম্মাদ আফাযুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন ও মাওলানা মুমতাযুদ্দীন (নাটোর)।

হোসেনপুর, মান্দা, নওগাঁ ২৯শে মে শনিবার : অদ্য বাদ যোহর যেলার মান্দা উপযেলাধীন হোসেনপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘আন্দোলন’ হোসেনপুর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ রায়হানুযযামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুনতাছির আহমাদ।

মজিদপুর, মান্দা, নওগাঁ ২৯শে মে শনিবার : অদ্য বাদ মাগরিব যেলার মান্দা উপযেলাধীন মজিদপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘আন্দোলন’ মজিদপুর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুর রায্যাক।

তা‘লীমী বৈঠক

চাঁইসারা, বাগমারা, রাজশাহী ১৮ই মে মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব যেলার বাগমারা উপযেলাধীন চাঁইসারা পূর্বপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আন্দোলন’ হাটগাঙ্গোপাড়া এলাকার উদ্যোগে এক তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। শাখা ‘আন্দোলন’-এর সভাপতি ও বাড়ীগ্রাম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (অব.) মাস্টার শাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তা‘লীমী বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন নরদাশ এলাকা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ ইব্রাহীম হোসাইন, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় বর্ষের ছাত্র আবু রায়হান ও অত্র মসজিদের খতীব আব্দুল মান্নান।

ঈদ সামগ্রী ও ফিৎরা বণ্টন

নওদাপাড়া, রাজশাহী ১০ই মে সোমবার : অদ্য সকাল ১০-টায় রাজশাহী মহানগরীর নওদাপাড়াস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর পূর্ব পার্শ্বস্থ ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় উদ্যোগে এবং ‘আল-হুদা ট্রাস্ট’ লন্ডন-এর অর্থায়নে ঈদুল ফিৎর উপলক্ষ্যে অত্র এলাকার ৩০০ এবং কাজলা (মতিহার থানা) এলাকার ১০০ মোট ৪০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাউল, চিনি, সেমাই, তেল ইত্যাদি। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম এবং রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আমীনুল ইসলাম প্রমুখ।

অতঃপর ঈদ শেষে ১৮, ১৯ ও ২০শে মে রোজ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় উদ্যোগে স্থানীয় ৫৮০টি দরিদ্র পরিবারের মাঝে ফিৎরার চাউল বণ্টন করা হয়। এর মধ্যে ২৩৭ পরিবারের মধ্যে ৫ কেজি ও ৩৪৩ পরিবারের মধ্যে আড়াই কেজি করে মোট ২০৪৩ কেজি স্থানীয় সায়েলদের মধ্যে বণ্টন করা হয়। অবশিষ্ট ফিৎরা আল-মারকাযুল ইসলামী আস-সালাফী ইয়াতীমখানা সহ ‘আন্দোলন’-এর অধীনে দেশের বিভিন্ন স্থানে পরিচালিত ইয়াতীমখানা গুলিতে বণ্টন করা হয়। উল্লেখ্য যে, এ বছর স্থানীয় ও প্রবাসী ভাই-বোনদের নিকট থেকে মোট ৬৬৬০ কেজি ফিৎরার চাউল জমা হয়। এর মধ্যে সঊদী আরব শাখা থেকে আসে ৫৮৮০ কেজি।






আরও
আরও
.