নওগাঁ ১০ই আগস্ট বুধবার : অদ্য সকাল ১১-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নওগাঁ যেলার উদ্যোগে শহরের নওজোয়ান মাঠের সম্মুখস্থ সড়কে (মুক্তির মোড়ে) এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আফযাল হোসাইন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল আলম, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মাদ আফযাল হোসাইন ও সদর শাখা  ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাঃ আলতাফ হোসাইন প্রমুখ।

বাঘা, রাজশাহী ১১ই আগস্ট বৃহস্পতিবার : অদ্য সকাল ৯-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বাঘা উপযেলার উদ্যোগে মণিগ্রাম ইউনিয়ন পরিষদ সংলগ্ন চারঘাট-ঈশ্বরদী সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাঘা উপযেলা ‘আন্দোলন’ -এর সভাপতি মাওলানা আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম, রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাস্টার এস.এম. সিরাজুল ইসলাম, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুর রহীম, সহ-সভাপতি আব্দুল্লাহিল কাফী, বাঘা উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুর রাকীব ও সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক প্রমুখ। মানববন্ধন শেষে জনগণের মাঝে জঙ্গী বিরোধী লিফলেট ও বই বিতরণ করা হয়।

নবাবগঞ্জ, দিনাজপুর-পূর্ব ১২ই আগস্ট শুক্রবার : অদ্য বাদ জুম‘আ ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে নবাবগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব শাহের সভাপতিত্বেব অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আনোয়ারুল হক, যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম ও সাবেক সভাপতি আবুবকর প্রমুখ।

পার্বতীপুর, দিনাজপুর ১২ই আগস্ট শুক্রবার : অদ্য সকাল ১০-টায় পার্বতীপুর প্রেসক্লাবে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পার্বতীপুর উপযেলার উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছাদেকুল ইসলাম। তিনি বলেন, ‘আহলেহাদীছ আন্দোলন’ কুরআন-হাদীছের আলোকে পরিচালিত নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম। সন্ত্রাস ও জঙ্গীবাদকে এই আন্দোলন সমর্থন করে না।  তিনি বলেন, যারা সন্ত্রাস ও জঙ্গীবাদের সাথে জড়িত তাদের কেউ ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কর্মী নয়।

সংবাদ সম্মেলন শেষে সকাল ১১-টায় পার্বতীপুর শহীদ মিনার সংলগ্ন সড়কে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন চিরিরবন্দর উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব মামূনুর রশীদ, পার্বতীপুর উপযেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, উপযেলা ‘যুবসংঘ’-এর ভারপ্রাপ্ত সভাপতি সাজ্জাদ হোসাইন, সাধারণ সম্পাদক মুনীরুয্যামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মাহমূদ, প্রচার সম্পাদক রাহাত হোসাইন প্রমুখ। এতে শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন (১৩ই আগস্ট দৈনিক ইত্তেফাক, কালের কন্ঠ ও জনকন্ঠ প্রভৃতি পত্রিকায় প্রকাশিত)






আল-‘আওন-এর ক্যাম্পিং ও ব্লাড গ্রুপিং
কেন্দ্রীয় দাঈর সফর
আমীরে জামা‘আতের চট্টগ্রাম, কক্সবাজার ও টাঙ্গাইল সফর
যেলা সম্মেলন \ খুলনা (আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করুন!) (স্রেফ আখেরাতের লক্ষ্যে আহলেহাদীছ আন্দোলনে ব্রতী হউন!) - -আমীরে জামা‘আত
অভিভাবক সমাবেশ
বন্যার্তদের সহযোগিতায় নওদাপাড়া মারকায
মৃত্যু সংবাদ (মুহাম্মাদ হাবীবুর রহমান, মুহাম্মাদ যাকারিয়া মিঞা)
যেলা সম্মেলন \ রাজশাহী (ইসলাম পরিপূর্ণ দ্বীন, এতে কোন কিছুর প্রবেশাধিকার নেই) - -মুহতারাম আমীরে জামা‘আত
সংগঠন সংবাদ
সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল
মুহাম্মাদ মুয্যাম্মিল হক (খুলনা); ডা. মুহাম্মাদ ইদ্রীস আলী (রাজশাহী); মাওলানা মুহাম্মাদ মেছবাহুদ্দীন (মুর্শিদাবাদ) এর মৃত্যু সংবাদ
আরও
আরও
.