নওগাঁ ১০ই আগস্ট বুধবার : অদ্য সকাল ১১-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নওগাঁ যেলার উদ্যোগে শহরের নওজোয়ান মাঠের সম্মুখস্থ সড়কে (মুক্তির মোড়ে) এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আফযাল হোসাইন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল আলম, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মাদ আফযাল হোসাইন ও সদর শাখা  ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাঃ আলতাফ হোসাইন প্রমুখ।

বাঘা, রাজশাহী ১১ই আগস্ট বৃহস্পতিবার : অদ্য সকাল ৯-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বাঘা উপযেলার উদ্যোগে মণিগ্রাম ইউনিয়ন পরিষদ সংলগ্ন চারঘাট-ঈশ্বরদী সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাঘা উপযেলা ‘আন্দোলন’ -এর সভাপতি মাওলানা আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম, রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাস্টার এস.এম. সিরাজুল ইসলাম, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুর রহীম, সহ-সভাপতি আব্দুল্লাহিল কাফী, বাঘা উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুর রাকীব ও সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক প্রমুখ। মানববন্ধন শেষে জনগণের মাঝে জঙ্গী বিরোধী লিফলেট ও বই বিতরণ করা হয়।

নবাবগঞ্জ, দিনাজপুর-পূর্ব ১২ই আগস্ট শুক্রবার : অদ্য বাদ জুম‘আ ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে নবাবগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব শাহের সভাপতিত্বেব অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আনোয়ারুল হক, যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম ও সাবেক সভাপতি আবুবকর প্রমুখ।

পার্বতীপুর, দিনাজপুর ১২ই আগস্ট শুক্রবার : অদ্য সকাল ১০-টায় পার্বতীপুর প্রেসক্লাবে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পার্বতীপুর উপযেলার উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছাদেকুল ইসলাম। তিনি বলেন, ‘আহলেহাদীছ আন্দোলন’ কুরআন-হাদীছের আলোকে পরিচালিত নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম। সন্ত্রাস ও জঙ্গীবাদকে এই আন্দোলন সমর্থন করে না।  তিনি বলেন, যারা সন্ত্রাস ও জঙ্গীবাদের সাথে জড়িত তাদের কেউ ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কর্মী নয়।

সংবাদ সম্মেলন শেষে সকাল ১১-টায় পার্বতীপুর শহীদ মিনার সংলগ্ন সড়কে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন চিরিরবন্দর উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব মামূনুর রশীদ, পার্বতীপুর উপযেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, উপযেলা ‘যুবসংঘ’-এর ভারপ্রাপ্ত সভাপতি সাজ্জাদ হোসাইন, সাধারণ সম্পাদক মুনীরুয্যামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মাহমূদ, প্রচার সম্পাদক রাহাত হোসাইন প্রমুখ। এতে শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন (১৩ই আগস্ট দৈনিক ইত্তেফাক, কালের কন্ঠ ও জনকন্ঠ প্রভৃতি পত্রিকায় প্রকাশিত)






অপরিবর্তনীয় সংবিধান পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের অনুসরণ করুন! (উপযেলা সম্মেলন : কলারোয়া, সাতক্ষীরা ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ
সোনামণি
প্রবাসী সংবাদ (আত-তাহরীক পাঠক ফোরামের উদ্যোগে পারিবারিক সমাবেশ)
সুধী সমাবেশ
দায়িত্বশীল প্রশিক্ষণ
মারকাযী জমঈয়তে আহলেহাদীছ পাকিস্তানের সিনিয়র নায়েবে আমীর আল্লামা আব্দুল আযীয হানীফের মৃত্যুতে মুহতারাম আমীরে জামা‘আতের শোক বার্তা (প্রেরিত উর্দূ চিঠির বঙ্গানুবাদ)
দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গঠনে সকলে এগিয়ে আসুন!
অভিভাবক ও সুধী সমাবেশ
মৃত্যু সংবাদ
অন্ধকার থেকে আলোর পথে বেরিয়ে আসুন! (যেলা সম্মেলন : কুমিল্লা)
যেলা কমিটি গঠন
আরও
আরও
.