‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর উদ্যোগে দেশব্যাপী প্রশিক্ষণ ও বার্ষিক অডিট কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন যেলা সফর করছেন। দেশব্যাপী প্রশিক্ষণ ও অডিটের সংক্ষিপ্ত রিপোর্ট নিম্নে উল্লেখ করা হ’ল।-

ডাকবাংলা, ঝিনাইদহ ১৫ই আগষ্ট বুধবার : অদ্য বাদ যোহর যেলার সদর থানাধীন ডাকবাংলা বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঝিনাইদহ যেলার উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ ও যেলা অডিট সম্পন্ন হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার ইয়াকূব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ রবীউল ইসলাম।

নন্দলালপুর, কুমারখালী, কুষ্টিয়া ১৭ই আগষ্ট শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার কুমারখালী থানাধীন নন্দলালপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ ও যেলা অডিট সম্পন্ন হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার হাশীমুদ্দীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম।

চালা শাহবাজপুর, কামারখন্দ, সিরাজগঞ্জ ২৪শে আগষ্ট শুক্রবার : অদ্য বাদ আছর যেলার কামারখন্দ থানাধীন চালা শাহবাজপুর কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সিরাজগঞ্জ যেলার উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ ও যেলা অডিট সম্পন্ন হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুর্তাযার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি শামীম আহমাদ ও সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মাদ ওয়াসিম।

কালদিয়া, বাগেরহাট ২৭শে আগষ্ট সোমবার : অদ্য বাদ যোহর যেলার সদর থানাধীন কালদিয়া আল-মারকাযুল ইসলামী মাদরাসা মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বাগেরহাট যেলার উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ ও যেলা অডিট সম্পন্ন হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি সরদার আশরাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন ও সমাজকল্যাণ সম্পাদক গোলাম মুক্তাদির। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের ঢালী।

গোবরচাকা, নবীনগর, খুলনা ২৭শে আগষ্ট সোমবার : অদ্য বাদ মাগরিব মহানগরীর গোবরচাকা মুহাম্মাদিয়া জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ খুলনা যেলার উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ ও যেলা অডিট সম্পন্ন হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুয্যাম্মিল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন ও সমাজকল্যাণ সম্পাদক গোলাম মুক্তাদির।

জয়রামপুর, চুয়াডাঙ্গা ৩০শে আগষ্ট বৃহস্পতিবার : অদ্য বাদ জুম‘আ যেলার দামুড়হুদা থানাধীন জয়রামপুর দারুস সুন্নাহ আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ চুয়াডাঙ্গা যেলার উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ ও যেলা অডিট সম্পন্ন হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম।

কুঠিবাড়ী, কমলাপুর, ফরিদপুর ৩১শে আগষ্ট শুক্রবার : অদ্য বাদ ফজর শহরের কুঠিবাড়ী কমলাপুরে যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ দেলাওয়ার হোসাইনের বাড়ীতে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ফরিদপুর যেলার উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মুহাম্মাদ দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’ -এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম।

নাগড়া, মুহাম্মাদপুর, মাগুরা ৩১শে আগষ্ট শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার মুহাম্মাদপুর থানাধীন নাগড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মাগুরা যেলার উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ ও যেলা অডিট সম্পন্ন হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ওয়াহীদুয্যামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘আন্দোলন’-এর সাধারণ পরিষদ সদস্য মুহাম্মাদ ওবায়দুল্লাহ।






আরও
আরও
.