(১১) খুলনা ৩রা অক্টোবর সোমবার : অদ্য বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ খুলনা সাংগঠনিক যেলার উদ্যোগে গোবরচাকা মুহাম্মাদিয়া জামে মসজিদে এক ‘কর্মী ও সুধী সমাবেশ’ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ শু‘আইব আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ গোলাম মুক্তাদির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুছ ছামাদ। অনুষ্ঠানে মুহাম্মাদ শু‘আইব আহমাদকে সভাপতি ও মুহাম্মাদ রবীউল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট খুলনা যেলা ‘যুবসংঘে’র কমিটি পুনর্গঠন করা হয়। সমাবেশে যেলার বিভিন্ন এলাকা হতে বহুসংখ্যক নেতা-কর্মী, সূধী ও সমর্থক যোগদান করে।

(১২) পার্বতীপুর, দিনাজপুর ৫ই অক্টোবর বুধবার : অদ্য বাদ যোহর ‘আহলেহাদীছ যুবসংঘ’ দিনাজপুর-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে যেলার পার্বতীপুর উপযেলাধান মনিরিয়া আহলেহাদীছ জামে মসজিদে যেলা পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সংগঠনিক সম্পাদক আলমগীর হোসায়েনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মামূনুল ইসলাম। অনুষ্ঠানে সাজ্জাদ হোসায়েনকে সভাপতি ও আরাফাত ইসলামকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

(১৩) নওদাপাড়া, রাজশাহী ৬ই অক্টোবর বৃহস্পতিবার : অদ্য বিকাল ৪-টায় ‘আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী-র্পূব সাংগঠনিক যেলার উদ্যোগে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া রাজশাহীর পূর্ব পার্শ্বস্থ ভবনে যেলা পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ ইদ্রীস আলী। অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদ ও অর্থ সম্পাদক আব্দুল­াহিল কাফী। অনুষ্ঠানে আব্দুর রহীমকে সভাপতি ও যিল­ুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়। একই অনুষ্ঠানে রাকীবুল ইসলামকে সভাপতি ও তরীকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট ‘যুবসংঘ’  রাজশাহী কলেজ শাখা কমিটি পুনর্গঠন করা হয়।

(১৪) বাঁকাল, সাতক্ষীরা ৬ই অক্টোবর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সাতক্ষীরা যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক ‘কর্মী ও সূধী সমাবেশ’ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে এবং মুহাম্মাদ হাফীযুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক শেখ মুহাম্মাদ রফীকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুছ ছামাদ। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শাহীদুযযামান ফারূক, মুহাম্মাদ সিরাজুল ইসলাম, মাওলানা রবীউল ইসলাম প্রমুখ। সমাবেশে যেলার বিভিন্ন এলাকা হতে বিপুলসংখ্যক নেতা-কর্মী, সূধী ও সমর্থক যোগদান করে। অনুষ্ঠান শেষে মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মামুনকে সভাপতি ও মুহাম্মাদ মুজাহিদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ‘যুবসংঘে’র ১০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

(১৫) চন্ডীপুর, যশোর ৭ই অক্টোবর শুক্রবার : অদ্য সকাল ১০-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ যশোর সাংগঠনিক যেলার যৌথ উদ্যোগে চন্ডীপুর আহলেহাদীছ জামে মসজিদে এক ‘কর্মী ও সূধী সমাবেশ’ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ বযলুর রশীদের সভাপতিত্বে এবং মুহাম্মাদ তরীকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুছ ছামাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আবুল খায়ের, মুহাম্মাদ আব্দুল আযীয, ডাঃ ইবরাহীম খলীল ও মুহাম্মাদ আসাদুযযামান প্রমুখ। সমাবেশে যেলার বিভিন্ন এলাকা হ’তে বহুসংখ্যক নেতা-কর্মী, সূধী ও সমর্থক যোগদান করে। অনুষ্ঠান শেষে মুহাম্মাদ তরীকুল ইসলামকে সভাপতি ও মুহাম্মাদ আকরাম হোসাইনকে সাধারণ সম্পাদক করে ‘যুবসংঘে’র যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

(১৬) জয়পুরহাট ৭ই অক্টোবর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ ‘আহলেহাদীছ যুবসংঘ’ জয়পুরহাট যেলার উদ্যোগে পলিকাদোয়া মাদরাসা সংলগ্ন মসজিদে যেলা পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাহফূযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম ও ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর। অনুষ্ঠানে আব্দুর রহমানকে সভাপতি ও মুজাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।






আরও
আরও
.