(১) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কক্সবাজার মহানগরীর কর্মী মুমতাযুদ্দীন (৪৩), পিতা : মৃত মাওলানা মহিউদ্দীন, সাং : কান্দাশিরির চর, ইউনিয়ন : লছমনপুর, থানা ও যেলা : শেরপুর। ১৯শে জুন শনিবার করোনা শনাক্ত হয়ে ২৮শে জুন সোমবার সকাল ৫-টা ১৫ মিনিটে তিনি ঢাকার গ্রীণ-ডেল্টা বেসরকারী হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন)। তিনি মা, স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। একই দিন বাদ আছর নিজ গ্রামে জানাযার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীলগণ যারাই যখন কক্সবাজার সফরে গিয়েছেন, তিনি সর্বদা তাদের আপ্যায়ন করতেন। কক্সবাজারে তিনি তার বন্ধুমহলে ব্যাপকহারে ছালাতুর রাসূল (ছাঃ) ও সংগঠনের অন্যান্য বই ফ্রি বিতরণ করতেন। কক্সবাজার যেলা সভাপতি বলেন, তার বন্ধু সার্কেল ছিল অনেক উঁচু পর্যায়ের।

কক্সবাজারে হোটেল ভাড়া নিয়ে তিনি ব্যবসা করতেন। ২০১৪ সালে ২২-২৮শে মার্চ মুহতারাম আমীরে জামা‘আতের নেতৃত্বে কক্সবাজার, সেন্টমার্টিন, বান্দরবান ও মৌলভীবাজারে কেন্দ্রীয় সফরকালে সী বিচে তার হোটেলে তাঁরা অবস্থান করেন। তিনি নিজে প্রাইভেট কার চালিয়ে আমীরে জামা‘আত ও যেলা সভাপতিকে টেকনাফ নিয়ে যান। ২০১৮ সালের ১৫ই মার্চ কক্সবাজারে এক সুধী সমাবেশে যোগদান উপলক্ষে তিনি আমীরে জামা‘আত ও তাঁর সফরসঙ্গীদের লাবণী পয়েন্টে তার ‘লাযীয বিস্ট্রো রেস্টুরেন্টে’ আপ্যায়ন করেন। কর্মীদের প্রায় সবার সাথে অল্প সময়ের মধ্যে আন্তরিকতা গড়ে তোলার এক অসাধারণ গুণ ছিল তার মধ্যে।

এই প্রাণোচ্ছল কর্মীর আকস্মিক মৃত্যুতে কক্সবাজার যেলা সভাপতি এ্যাডভোকেট শফিউল ইসলাম গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং তার রূহের মাগফেরাতের জন্য সবার নিকট দো‘আ চেয়েছেন। তাঁর মতে, আমীরে জামা‘আত ও আমাদের সংগঠনের প্রতি তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ কর্মী।

(২) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলার সভাপতি ও শূরা সদস্য জনাব মাষ্টার হাশিমুদ্দীন সরকার (৬৫) গত ৮ই জুলাই বৃহস্পতিবার সকাল পৌনে ১০-টায় কুষ্টিয়ার কুমারখালীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্ল­া-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা ও ২ পুত্র রেখে যান। ঐদিন বাদ আছর নিজ গ্রাম কুমারখালীর নন্দলালপুর আহলেহাদীছ ঈদগাহ ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন তার  জ্যেষ্ঠ পুত্র, নওদাপাড়া মারকাযের সাবেক ছাত্র ও বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ২য় বর্ষের ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ‘আহলেহাদীছ যুবসংঘে’র অর্থ সম্পাদক হাফেয আসাদুল্ল­াহ আল-গালিব। তার কনিষ্ঠ পুত্র আহমাদুল্লাহ বর্তমানে মারকাযের হেফয বিভাগের ছাত্র।

জানাযায় ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার, শূরা সদস্য মুহাম্মাদ তরীকুযযামান, যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক ডা. আলী মুর্তাযা চৌধুরী, রাজবাড়ী যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইউসুফ আলী খান, প্রশিক্ষণ সম্পাদক ঈমান আলী, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি এনামুল হক সহ কুষ্টিয়া-পূর্ব ও পশ্চিম সাংগঠনিক যেলা এবং রাজবাড়ী যেলার ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র দায়িত্বশীল ও কর্মীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আপামর জনগণ অংশগ্রহণ করেন। জানাযা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

স্মৃতি : ১৯৭৮ সালের ৫ই ফেব্রুয়ারী ঢাকার ৭৮ উত্তর যাত্রাবাড়ী মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া জামে মসজিদে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ প্রতিষ্ঠা লাভের খবর সাপ্তাহিক আরাফাতে প্রকাশের পর ঢাকার বাইরের যেলা থেকে প্রথম যে দু’জন টগবগে তরুণ যাত্রাবাড়ীতে গিয়ে আমাদের স্বাগত জানান, তারা ছিলেন কুষ্টিয়া নন্দলালপুরের হাশিমুদ্দীন ও তার সাথী মুস্তাক্বীম হোসায়েন। হাস্যোজ্জ্বল হাশিমুদ্দীনের সেদিনের আবেগঘন চেহারা যেন এখনও দেখতে পাচ্ছি। সেদিন থেকে মৃত্যু অবধি সর্বদা তিনি সংগঠনের সাথে ছিলেন নিবেদিতপ্রাণ কর্মী ও নেতা হিসাবে। ১৯৯৩ সালের প্রথম দিকে যখন শুনলাম তার গ্রামের মসজিদের বহু দিনের পুরানো ছাদ ভেঙ্গে পড়েছে। যার পড়া সুরকী ও টালীর আঘাতে তার মাথা ফেটেছে, তখন সাথে সাথে কেন্দ্র থেকে ‘যুবসংঘে’র ভারপ্রাপ্ত সভাপতি শেখ রফীকুল ইসলামকে পাঠানো হয়। অতঃপর জামে মসজিদটি সংগঠনের মাধ্যমে নতুনভাবে নির্মাণ করা হয় এবং ১৯৯৪ সালে উদ্বোধন করা হয়। এরপর থেকে তার আবেদনে কয়েকটি যেলা সম্মেলনে আমরা সেখানে সফর করেছি।

প্রথম পুত্র সন্তান লাভের পর খুশীতে তিনি তার নাম রাখেন মুহাম্মাদ আসাদুল্ল­াহ আল-গালিব। সাক্ষাতে আমাকে বলেন, ভাই আপনার নামে আমার ছেলের নাম রেখেছি। আল্লাহর নিকট আমার একান্ত কামনা, সে যেন আপনার মত হয়।

সর্বশেষ ২০১৪ সালের ১লা ডিসেম্বর সোমবার কুমারখালী থানাধীন আলাউদ্দীন নগর ময়দানে অনুষ্ঠিত যেলা সম্মেলনে আমরা যোগদান করি। তার মাধ্যমে এলাকায় ব্যাপক সাংগঠনিক কার্যক্রম অব্যাহত ছিল। ২০০৭ সালে কুষ্টিয়া শহরে সর্বপ্রথম আহলেহাদীছের ঈদের জামা‘আত কায়েম হয়। শুরু থেকে যেলা সভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব ইমামতি করেন। ২০১২ সালে তিনি হজ্জে গেলে সহ-সভাপতি মাষ্টার হাশিমুদ্দীন ইমামতি করেন। অতঃপর ২৯শে জানুয়ারী ২০১৩ সালে সাবেক সভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব-এর মৃত্যুর পর থেকে সুস্থ থাকলে মাষ্টার হাশিমুদ্দীন সর্বদা উক্ত ঈদের জামা‘আতে ইমামতি করেছেন (স.স.)।  

(৩) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নওগাঁ যেলার সুধী ও মাসিক আত-তাহরীকের অন্যতম প্রবীণ লেখক মুহাম্মাদ আতাউর রহমান (৮৮) গত ৮ই জুলাই বৃহস্পতিবার বেলা সাড়ে ১১-টায় নওগাঁ সদর হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্ল­­া-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন)। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও নাতি-নাতনী সহ বহু গুণগ্রাহী রেখে যান। ঐদিন বিকাল সাড়ে ৬-টায় নওগাঁর আত্রাই থানাধীন ৮নং হাটকালুপাড়া ইউনিয়নের (বান্দাইখাড়া) সন্ন্যাসবাড়ী গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাযায় যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল আলম, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা হাবীবুল্লাহ সহ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র দায়িত্বশীলগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যোগদান করেন।

[আমরা মাইয়েতগণের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। -সম্পাদক]।






আরও
আরও
.