রিয়াদ, সঊদী আরব ১১ই জানুয়ারী শুক্রবার : অদ্য সকাল ৮-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সঊদী আরব শাখার উদ্যোগে রাজধানী রিয়াদের পুরাতন ছানাইয়া খালেদিয়া এলাকায় ‘খালেদিয়া প্যালেস’ কমিউনিটি সেন্টারে কর্মী সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়। সঊদী আরব শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। অতঃপর স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য পেশ করেন, সঊদী আরব শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী, প্রশিক্ষণ সম্পাদক রহমাতুল্লাহ, আত-তাহরীক পাঠক ফোরাম রিয়াদের সভাপতি মুহাম্মাদ মুস্তাফীযুর রহমান, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও মদীনা বিশ্ববিদ্যালয় শাখা ‘যুবসংঘ’-এর সভাপতি মীযানুর রহমান, দায়িত্বশীল মুহাম্মাদ সোহেল ও আহসান হাবীব প্রমুখ। সম্মেলনের প্রথম অধিবেশনে সঊদী আরবের সকল শাখার সভাপতিগণ স্ব স্ব শাখার রিপোর্ট ও পরামর্শ পেশ করেন। অনুষ্ঠানের মূল্যায়ন নিয়ে লন্ডন প্রবাসী মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মুহাম্মাদ নাহিদ ইংরেজীতে মতামত পেশ করেন। উল্লেখ্য যে, সম্মেলনে সংগঠনের সিলেবাসের আলোকে গ্রুপ ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আল-খাফজী এলাকা প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে রিয়াদ ও আল-ক্বাছীম। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককেই পুরস্কার প্রদান করা হয়। সম্মেলনে কুরআন তেলাওয়াত করেন রিয়াদস্থ আস-সুলাই-১৭ নং শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রফীকুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ‘আন্দোলন’ সঊদী আরব শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাই ও দফতর সম্পাদক মুহাম্মাদ এমরান মোল্লা। সম্মেলনে প্রায় তিন শত কর্মী ও সুধী যোগদান করেন।

সিংগাপুর ৫ই ফেব্রুয়ারী মঙ্গলবার : অদ্য সকাল ১০-টা থেকে দিনব্যাপী ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সিংগাপুর শাখার উদ্যোগে মসজিদ আল-ক্বাফ, পোতংপাসির-এ এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। সিংগাপুর ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল হালীম (কুমিল্লা)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী সভায় বিষয়ভিত্তিক বক্তব্য পেশ করেন  সিংগাপুর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মাযহারুল ইসলাম (পটুয়াখালী), প্রচার সম্পাদক মুহাম্মাদ শফীকুল ইসলাম (কুষ্টিয়া), রাজীব আহমাদ (টাঙ্গাইল), আব্দুল কুদ্দূস (পাবনা) ও সাইফুল ইসলাম (ময়মনসিংহ) প্রমুখ। দরসে হাদীছ পেশ করেন সহ-প্রচার সম্পাদক মুহাম্মাদ মিল্লাত হোসাইন (মুন্সিগঞ্জ)। অনুষ্ঠানে ইসলামী জাগরণী পরিবেশন করেন আব্দুল লতীফ (সাতক্ষীরা) ও মুহাম্মাদ জাবেদ (মুন্সিগঞ্জ)। কুরআন তেলাওয়াত করেন মুহাম্মাদ রিয়ায (কুষ্টিয়া)। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সিংগাপুর ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আব্দুল মুকীত (কুষ্টিয়া)।






আরও
আরও
.