নওদাপাড়া, রাজশাহী ১৭ই ডিসেম্বর বৃহস্পতিবার : অদ্য সকাল ৭-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর উদ্যোগে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্সের পূর্ব পার্শ্বস্থ মিলনায়তনে ২০১৫-১৭ সেশনের নবনিযুক্ত যেলা সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও প্রশিক্ষণ সম্পাদকদের সমন্বয়ে দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়। দেশের প্রায় সকল সাংগঠনিক যেলা থেকে আগত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রদত্ত উদ্বোধনী ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বলেন, মৃত্যুর মিছিল চলছে। গত বছর যারা এখানে এসেছিলেন, আজ তাদের অনেকে এখানে নেই। এবারে আমাদের জন্য সবচেয়ে বেদনাদায়ক হ’ল মাত্র তিনদিন আগে গত ১৪ই ডিসেম্বর সোমবার আমাদের সবার প্রিয় শফীকুলের আকস্মিক মৃত্যু। সে আমাদের কাঁদিয়ে গেছে। কিন্তু আন্দোলন-এর জন্য তার খুলূছিয়াত ও তার প্রাণোৎসারিত জাগরণীসমূহ চিরন্তন ছাদাক্বায়ে জারিয়া হিসাবে রেখে গেছে। আল্লাহ তাকে পরকালে সর্বোচ্চ সম্মানে ভূষিত করুন- আমীন!

অতঃপর তিনি বলেন, ‘আহলেহাদীছ আন্দোলন’ জীবনের সর্বক্ষেত্রে তাওহীদে ইবাদত প্রতিষ্ঠার আন্দোলন। এটি ফিরক্বা নাজিয়াহ আন্দোলন। সেকারণ দেশে প্রচলিত কোন সেক্যুলার বা কথিত ইসলামী আন্দোলনগুলির কারু সাথে ‘আহলেহাদীছ আন্দোলনে’র আক্বীদাগত ঐক্যের কোন সুযোগ নেই। তিনি বলেন, প্রচলিত জাহেলী স্রোতকে পরিবর্তনের লক্ষ্যে প্রয়োজন একদল স্বচ্ছ আক্বীদা সম্পন্ন সাহসী কর্মী বাহিনী। সে লক্ষ্যেই আজকের এ প্রশিক্ষণ কর্মসূচী। আপনারা প্রশিক্ষণ নিবেন এবং সে অনুযায়ী স্ব স্ব যেলায় কর্মসূচী নিবেন, এ আশা নিয়ে আল্লাহ নামে কেন্দ্রীয় প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করছি।

প্রশিক্ষণে নির্ধারিত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম (বিষয় : নেতৃত্বের গুরুত্ব, প্রকারভেদ ও গুণাবলী), সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম (সংগঠনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা), গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ (‘ইহতিসাব’ পর্যালোচনা), অর্থ সম্পাদক বাহারুল ইসলাম (অফিস ব্যবস্থাপনা), প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন (ফিরক্বা নাজিয়াহ ও আহলেহাদীছ আন্দোলন), দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম (গঠনতন্ত্র পর্যালোচনা), প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম (আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই?), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক দুররুল হুদা (ইনসানে কামেলের বৈশিষ্ট্য), কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক শেখ রফীকুল ইসলাম (নেতৃত্বের সংস্কার; ইমারত ও বায়‘আত সহ) ও অধ্যাপক জালালুদ্দীন (অহংকারের কারণ সমূহ ও পরিণতি)। অনুষ্ঠানের বিভিন্ন অধিবেশনে কুরআন তেলাওয়াত করেন নওদাপাড়া মাদরাসার হিফয বিভাগের প্রধান হাফেয লুৎফর রহমান, বগুড়া যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি হাফেয মুখলেছুর রহমান, নওগাঁ যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তার ও নওদাপাড়া মাদরাসার ছানাবিয়া ১ম বর্ষের ছাত্র হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির। ইসলামী জাগরণী পরিবেশন করে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কর্মী হাফেয আব্দুল্লাহ আল-মা‘রূফ ও যশোর যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক আব্দুস সালাম।

বাদ এশা ‘আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই’? বিষয়বস্ত্তর উপর ‘উপস্থিত বক্তৃতা’ প্রতিযোগিতা হয়। প্রত্যেকে ৩ মিনিট করে সময় পান। তাতে স্বেচ্ছায় ১৮জন অংশগ্রহণ করেন। জনাব মুছলেহুদ্দীন (সেক্রেটারী, কুমিল্লা), মাস্টার হাশীমুদ্দীন (সভাপতি, কুষ্টিয়া-পূর্ব), নাযীর খান (সাংগঠনিক সম্পাদক, কুষ্টিয়া-পশ্চিম), আওনুল মা‘বূদ (সভাপতি, গাইবান্ধা-পশ্চিম), মুয্যাম্মিল হক (সেক্রেটারী, জয়পুরহাট), মাসঊদুর রহমান (সেক্রেটারী, জামালপুর-উত্তর), আব্দুল্লাহ আল-মামূন (সেক্রেটারী, টাঙ্গাইল), ফযলুল হক (সাহিত্য সম্পাদক, ঢাকা), আব্দুল ওয়াহ্হাব শাহ (সভাপতি, দিনাজপুর-পূর্ব), রাশেদুল ইসলাম (প্রশিক্ষণ সম্পাদক, দিনাজপুর-পশ্চিম), আমীর হামযাহ (সাবেক সহ-সভাপতি, নরসিংদী), বেলালুদ্দীন (সভাপতি, পাবনা), আব্দুন নূর (পঞ্চগড়), নূরুল ইসলাম (সেক্রেটারী, বগুড়া), যুবায়ের ঢালী (সেক্রেটারী, বাগেরহাট), আফযাল হোসাইন (সভাপতি, নওগাঁ-পূর্ব), হাবীবুর রহমান (সভাপতি, নওগাঁ-পশ্চিম) ও রবীউল ইসলাম (সেক্রেটারী, ঝিনাইদহ)। অতঃপর উন্মুক্ত সুযোগ দেওয়া হ’লে তাতে অংশগ্রহণ করেন আব্দুস সালাম (যশোর), মুস্তাফীযুর রহমান (নীলফামারী) ও আলতামাসুল ইসলাম (গোবিন্দগঞ্জ, গাইবান্ধা)। তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন রাশেদুল ইসলাম (দিনাজপুর-পশ্চিম), ২য় স্থান অধিকার করেন আব্দুল ওয়াহ্হাব শাহ (দিনাজপুর-পূর্ব) এবং ৩য় স্থান অধিকার করেন মাস্টার হাশীমুদ্দীন (কুষ্টিয়া-পূর্ব)।

পরদিন ১৮ই ডিসেম্বর বাদ ফজর আমীরে জামা‘আতের দরসে কুরআন ও হেদায়াতী ভাষণের মধ্য দিয়ে প্রশিক্ষণের কার্যক্রম সমাপ্ত হয়। এ সময় শ্রেষ্ঠ যেলা হিসাবে সাতক্ষীরা, শ্রেষ্ঠ সভাপতি হিসাবে ডা. ইদ্রীস আলী (রাজশাহী-পূর্ব), শ্রেষ্ঠ সাধারণ সম্পাদক হিসাবে আলতাফ হোসাইন (সাতক্ষীরা), শ্রেষ্ঠ সংগঠক হিসাবে আব্দুর রহীম (বগুড়া) এবং প্রবীণ সংগঠক হিসাবে মাস্টার ইয়াকূব হোসাইন (ঝিনাইদহ), মাওলানা ছফিউল্লাহ (কুমিল্লা), মুহাম্মাদ মুসলিম (রাজশাহী), অধ্যাপক শেখ রফীকুল ইসলাম (সাতক্ষীরা) ও মাহফূযুর রহমান (জয়পুরহাট)-এর নাম ঘোষণা করা হয়। অতঃপর তাদেরকে মুহতারাম আমীরে জামা‘আত ‘সীরাতুর রাসূল (ছাঃ)’ ২য় সংস্করণটি হাদিয়া প্রদান করেন।






আরও
আরও
.