করোনায়
আক্রান্ত সন্দেহে বগুড়ার শেরপুর পলীতে বেলাল হোসাইন (৬৫) নামের এক বৃদ্ধ
দিনমজুরকে ঘর থেকে বের করে দেয় স্ত্রী আনোয়ারা (৫৫)। এ সময় ঐ বৃদ্ধের ছেলে
মেয়েরাও নীরব দর্শকের ভূমিকায় ছিল। গত ১৭ই জুন সন্ধ্যায় যখন জ্বরে কাতর
বৃদ্ধকে নিজ বাড়ি থেকে বের করে দেয়া হয় তখন বাইরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির
হাত থেকে বাঁচতে এক প্রতিবেশীর ঘরের কার্ণিশে দাঁড়ালে সেখান থেকেও তাকে
তাড়িয়ে দেয়া হয়। সবার তাড়া খেয়ে তিনি সিদ্ধান্ত নেন সারা রাত বৃষ্টিতে
ভিজেই মারা যাবেন। এরপর ফাঁকা জায়গায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে ভিজে মৃত্যুর
জন্য আলাহর দরবারে মুনাজাত শুরু করে দেন। লোক মারফত এ খবর পান শেরপুর
থানার ওসি হুমায়ুন কবীর। ঐ রাতেই তিনি ঘটনাস্থল পুলিশ পাঠান। পুলিশ বেলালকে
উদ্ধার করে উপযেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তির ব্যবস্থা করে।