রাজধানী ঢাকার আসাদ গেটের কাছে ফ্যামিলি ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে প্রথমবারের মত চালু হয়েছে রোবট রেস্টুরেন্ট। এতে খাবার পরিবেশন করছে চীনের তৈরী দু’টি রোবট। প্রতিষ্ঠানটির পরিচালক জানান, প্রায় আট লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রতিটি রোবট একনাগাড়ে ১৮ ঘণ্টা কাজ করতে সক্ষম। শিশু-কিশোরদের বিনোদনের বিষয়টি মাথায় রেখে এই বিশেষ উদ্যোগ। এছাড়া অনেক সময় দেখা যায় ওয়েটাররা কয়েক ঘণ্টা কাজ করার পর ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু রোবট কখনোই ক্লান্ত হবে না। বরং এরা দৈনিক ৮-১০ জনের কাজ করবে। তার মতে, রোবটের মাধ্যমে খাবার পরিবেশন বাংলাদেশের জন্য মাইলফলক। ধীরে ধীরে অন্যান্য ক্ষেত্রেও রোবটের ব্যবহার বাড়বে বলে জানান তিনি।

বর্তমানে রোবট দু’টি ক্রেতাদের কাছ থেকে কোন অর্ডার নিবে না। কেবল রান্নাঘর থেকে তৈরী করা খাবার নির্দিষ্ট টেবিলে পৌঁছে দেবে। হাটাহাটির পথে বাধা পেলে তারা স্বয়ক্রিয়ভাবে থেমে যাবে এবং ইংরেজিতে অনুরোধ করবে পথ ছেড়ে দেবার জন্য। তবে আগামীতে এদের পিছনে থাকা মনিটরের স্ক্রিনে ভেসে ওঠা বাটন টিপে অর্ডার দিয়ে ওয়াই-ফাইয়ের অর্ডার স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে রান্নাঘরে থাকা শেফের কাছে। ঝটপট তৈরী হবে খাবার। দ্রুত সেই খাবার নিয়ে ঐ রোবটই হাযির হবে নির্দিষ্ট টেবিলে।






আরও
আরও
.