সম্প্রতি ঢাকার গুলশানে সংঘটিত সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারতের প্রখ্যাত দাঈ ডা. যাকির নায়েক পরিচালিত ‘পীস টিভি’র সম্প্রচার গত ৯ই জুলাই ভারত সরকার এবং ১১ই জুলাই বাংলাদেশ সরকার বন্ধ করে দিয়েছে। একই সাথে ফেসবুক, টুইটার, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে তাঁর বক্তব্য সরিয়ে ফেলার কার্যক্রম শুরু করেছে দেশ দু’টি।

গত ৪ঠা জুলাই বাংলাদেশের ইংরেজী দৈনিক ডেইলী স্টার ‘মিলিট্যান্ট ফলোড আইএস রিক্রুটারস, কন্ট্রোভার্সিয়াল প্রিচার’ শিরোনামে একটি খবর প্রকাশ করে। এতে বলা হয়, বাংলাদেশে গত ১লা জুলাই ঢাকার গুলশানে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় অংশ নেয়া নিবরাস ইসলাম টুইটারে যাকির নায়েককে অনুসরণ করত। পরে খবরটি ভারতের একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো সন্ত্রাসবাদের উসকানীর অভিযোগ এনে দুবাইভিত্তিক এই চ্যানেলটি বন্ধের দাবী তোলে। যার পরিপ্রেক্ষিতে চ্যানেলটির সম্প্রচার পুরোপুরি বন্ধ করে দেয়ার ঘোষণা দেয় ভারত সরকার। উল্লেখ্য, ২০১২ সালে এই টেলিভিশন চ্যানেলের সম্প্রচার ভারতে নিষিদ্ধ করা হয়। তবে ব্যাপক চাহিদার কারণে অনেক ক্যাবল অপারেটর তা সম্প্রচার করত।

এরই পরিপেক্ষিতে দু’দিন পর বাংলাদেশ সরকার এর সম্প্রচার বন্ধ করা সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারী করে। যাতে বলা হয় যে, মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ডাউন লিংকের শর্ত ভঙ্গ করায় বিদেশী ফ্রি-টু-এয়ার টিভি চ্যানেল পিস টিভির ডাউন লিংকের অনুমতি বাতিল করা হ’ল’। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, পিসি টিভি বহু ক্ষেত্রে মুসলমান সমাজের কুরআন, সুন্নাহ, হাদীছ, বাংলাদেশের সংবিধান, দেশজ সংস্কৃতি, রীতি-নীতি, আচার-অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

বর্তমানে ডা. যাকির নায়েক ও তাঁর প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও পীস টিভি নিয়ে ভারতে বহুমুখী তদন্ত চলছে। মোট নয়টি তদন্তকারী দল গঠিত হয়েছে। যারা তাঁর প্রদত্ত বিভিন্ন বক্তৃতার ফুটেজ ও ভিডিও, বিভিন্ন সামাজিক মাধ্যম ও ফেসবুক পোস্টগুলো তদন্ত করছে। এর বাইরে তদন্তের আওতায় রয়েছে আইআরএফ-এর অর্থনৈতিক দিক। বিভিন্ন দেশ থেকে এই সংস্থা যে আর্থিক অনুদান পাচ্ছে তা কিভাবে খরচ করা হচ্ছে কিংবা সেই অর্থে সন্ত্রাসবাদকে উৎসাহিত করা হচ্ছে কি না, তদন্তকারী দল তা-ও খতিয়ে দেখছে।

ডা. যাকির নায়েক-এর বক্তব্য :

এ সিদ্ধান্ত ঘোষণার পর সঊদী আরবে অবস্থানরত ডা. যাকির নায়েক এক ভিডিও বার্তায় জানান, তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে উসকানি দেয়ার কোন অভিযোগ প্রমাণ করা যাবে না। তিনি বলেন, বাংলাদেশের সংবাদপত্রে বলা হয়েছে, তিনি মালয়েশিয়ায় নিষিদ্ধ। কিন্তু মালয়েশিয়া সরকারের সর্বোচ্চ সম্মানসূচক পদক তিনি পেয়েছেন। তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীসহ কমপক্ষে ১৩ জন মন্ত্রীর সাথে বৈঠক করেছেন।

স্কাইপের মাধ্যমে ভারতে অনুষ্ঠিত আরেকটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, পীস টিভিতে দেওয়া আমার পুরো ভাষণগুলো কেউ দেখাক। তারপরে বলুক, যেকোন অংশটা ভারত বা বাংলাদেশের জন্য অশান্তি সৃষ্টি করতে পারে?

তিনি বলেন, জ্ঞাতসারে আমি কোন সন্ত্রাসবাদীর সঙ্গে দেখা করিনি। প্রতি মাসে হাযার হাযার মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়। এদের মধ্যে যদি কোন সন্ত্রাসবাদী থাকেন, তাহ’লে তো সেটা আমার পক্ষে বোঝা সম্ভব নয়!

অনেক ক্ষেত্রে ‘ডক্টরড টেপ’ অর্থাৎ কাটছাঁট করা ভিডিও দেখেই তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ করছে সংবাদ মাধ্যম, এমনটাই বলেন ডা. যাকির নায়েক।

উসকানীমূলক কোন বক্তব্য পাওয়া যায়নি -মহারাষ্ট্র গোয়েন্দা সংস্থা

এদিকে মহারাষ্ট্র প্রদেশের আইএস ফেরত জেলবন্দী আরিব মজীদের সাক্ষ্য ‘যাকির নায়েকের বক্তব্য তাদের আইএস-এর প্রতি উৎসাহিত করেছে’-এর ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের নির্দেশনায় যাকির নায়েকের বিরুদ্ধে তদন্তে নামে মহারাষ্ট্র প্রদেশের গোয়েন্দা সংস্থা। তারা ইউটিউবে আপলোডকৃত যাকির নায়েকের দেশে ও দেশের বাইরে প্রদত্ত ২০০ বক্তব্য পর্যালোচনা করেন। কিন্তু তাঁর বক্তব্যের মধ্যে সন্ত্রাসবাদ উসকে দেওয়ার মতো কোন প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন তারা। ফলে দেশে ফেরার পর যাকির নায়েককে গ্রেফতার করার কোন সুযোগ নেই বলেও উল্লেখ করেছে তারা। তদন্তের সাথে জড়িত একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ইংরেজী ভাষায় ধর্মীয় বক্তব্য প্রচারকের বিরুদ্ধে জঙ্গিসংশ্লিষ্ট বিষয়ে কোন অভিযোগ আনার সুযোগ আইনে নেই। জ্যেষ্ঠ আইন বিশেষজ্ঞ অমিত দেশাই বলেন, মুসলমানদের ‘সন্ত্রাসী হওয়া উচিত’ শুধু এ বক্তব্য নিয়ে অভিযোগ গঠন করলেই হবে না, বক্তব্যের পুরো প্রেক্ষাপট বিশ্লেষণ করতে হবে।

উল্লেখ্য যে, ২০০৬ সালের ২১শে জানুয়ারী সংযুক্ত আরব আমিরাত থেকে চালু হওয়া পীস টিভি কেবল মাত্র ইসলাম প্রচার ও প্রসারের উদ্দেশ্যে পরিচালিত একটি অলাভজনক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। যার অনুষ্ঠানসমূহ সম্পূর্ণ বিনামূল্যে ২৪ ঘন্টা ইংরেজী ভাষায় প্রচারিত হয়ে থাকে এবং বিশ্বের ২০০টিরও বেশি দেশে সম্প্রচারিত হয়। এর ৩টি শাখা চ্যানেল রয়েছে। এগুলো হ’ল, পীস টিভি উর্দূ (২০০৯), পীস টিভি বাংলা (২০১১) এবং পীস টিভি চাইনিজ (২০১৫)। কানাডা, যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশে এর সম্প্রচার বন্ধ থাকলেও সমগ্র বিশ্বে খুবই জনপ্রিয় এই চ্যানেলটি। ২০১৩ সালে আরব নিউজ জানায়, বিশ্বে ২০০ মিলিয়নেরও বেশী মানুষ পীস টিভি দেখে।







আরও
আরও
.