সঊদী আরবের এক নারী ১১০ বছর বয়সে নতুনভাবে স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চার সন্তানের জননী নাওদা আল-কাহতানী। তার সবচেয়ে ব ড় সন্তানের বয়স ৮০ বছর। আর সবচেয়ে ছোটটির বয়স ৫০-এর কোঠায়।
এ ব্যাপারে তাকে সার্বিক সহযোগিতা করছে দেশটির আল-রাহওয়া সেন্টার, যেটি নিয়মিতভাবে নিরক্ষরদের মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছে। তারা তাদের কার্যক্রম শুরু করার পর আরো অর্ধশতাধিক নারীর সাথে নাওদাও স্কুলে যাওয়া শুরু করেছেন। এই কেন্দ্রে শিক্ষার্থীদেরকে বর্ণমালার সাথে পরিচয় করিয়ে দেয়া হয় এবং পবিত্র কুরআনের কিছু আয়াত শেখানো হয়।
এ ব্যাপারে নওদার বক্তব্য, পড়াশোনা তার জীবনকে পাল্টে দিয়েছে। তিনি পড়াশোনাকে উপভোগ করছেন। প্রতিদিনই তার হোমওয়ার্ক সম্পন্ন করেন।
নাওদার চার সন্তানও তাদের মায়ের নতুন জীবন নিয়ে খুশি। তিনি স্কুলে যান তার ৬০ বছর বয়স্ক ছেলে মুহাম্মাদের সহায়তায়। তিনি সকালে তাকে স্কুলে নিয়ে যান, ক্লাস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। তিনি বলেন, তার মা যে প্রতিদিন কিছু শিখছেন, এ নিয়ে তিনি গর্বিত।