আফগানিস্তানে ২০১০ সালে প্রতিদিন গড়ে ২ শিশু নিহত

২০১০ সালে আফগানিস্তানে প্রতিদিন গড়ে অন্তত দু’টি করে শিশু নিহত হয়েছে। আফগানিস্তান রাইটস মনিটর (এমআরএম) নামে একটি মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে। সংগঠনটির মতে, ২০১০ সালের পহেলা জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আফগানিস্তানে ৭৩৯টি শিশু নিহত হয়েছে।

আলজেরিয়ায় ১৯ বছরের যরূরী অবস্থার অবসান

অবশেষে অবসান হল আলজেরিয়ায় দীর্ঘ ১৯ বছর ধরে জারী থাকা যরূরী অবস্থা। সাম্প্রতিক সময়ে আরব বিশ্বের বিভিন্ন দেশে শুরু হওয়া প্রবল গণআন্দোলনের ঢেউ থেকে রক্ষা পেতে বিরোধীদের দাবির মুখে গত ২৪ ফেব্রুয়ারী যরূরী অবস্থা উঠিয়ে দেয় সরকার।

তিউনিসিয়ার নতুন প্রধানমন্ত্রী সাঈদ

নতুন করে সহিংসতার জের ধরে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী ঘানুচির পদত্যাগের পর প্রধানমন্ত্রী পদে স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক মন্ত্রী বেজি সাঈদ ইসেবসি। বিক্ষোভের মুখে মুহাম্মাদ ঘানুচি ২৭ ফেব্রুয়ারী পদত্যাগ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট ফুয়েদ মেবাজা ৮৪ বছরের সাঈদ ইসেবসিকে ২৭ ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছেন।

মিসরে যাদুঘর থেকে হারিয়েছে ঐতিহাসিক নিদর্শন

মিসরে হোসনী মুবারকের পদত্যাগের  দাবীতে সংগঠিত বিক্ষোভ-সহিংসতার মধ্যে যাদুঘর থেকে হারিয়েছে বহু মূল্যবান ঐতিহাসিক নিদর্শন। সরকারবিরোধী আন্দোলনে চরম অস্থিরতার সময় গত ২৮ জানুয়ারী যাদুঘরে হামলা হয়। মিসরের প্রত্ন সম্পদমন্ত্রী জাহি হাবাস সম্প্রতি ‘দুঃখজনক সংবাদ’ শিরোনামের এক বিবৃতিতে ২৮ ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হারিয়ে যাওয়ার কথা জানান।

ওআইসি-মুসলিম এইড চুক্তি সই

প্রথম বেসরকারী সংস্থা (এনজিও) হিসাবে মুসলিম দেশগুলোর সর্ববৃহৎ সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে যুক্তরাজ্য ভিত্তিক এনজিও মুসলিম এইড। সঊদী আরবের জেদ্দায় ওআইসি সদর দফতরে এ সমঝোতা স্মারক সই হয়। ওআইসি মহাসচিব একমেলেদ্দীন ইহসানোগলু এবং মুসলিম এইডের চেয়ারম্যান ইকবাল স্যাকরানি নিজ নিজ সংস্থার পক্ষ থেকে চুক্তিতে সই করেন। স্বাক্ষরিত সমঝোতা স্মারকের দিয়ে ওআইসি ও মুসলিম এইডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হবে, যা দীর্ঘমেয়াদী উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই চুক্তি দারিদ্র্যপীড়িত সম্প্রদায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উৎকর্ষ সাধনে সহযোগিতা করবে।






মুসলিম ঐতিহ্যের দেশ আজারবাইজান
সঊদী আরবে প্রতিদিন ইসলাম গ্রহণ করছে ১৬৪ প্রবাসী শ্রমিক
রোহিঙ্গাদেরকে নিজেদের ভাই-বোনের মতোই মনে করে আচেহবাসীরা
রামাযান উপলক্ষে পাঁচ শতাধিক বন্দির মুক্তি
মুসলিম জাহান
পরিবর্তনের হাওয়া আলজেরিয়ায়
ইন্দোনেশিয়ার ১২টি ভাষায় কুরআন মাজীদের অনুবাদ প্রকাশ
মদীনার গবেষকরা করোনা চিকিৎসায় সফল!
আফগানিস্তানে বিস্ফোরণে একই পরিবারে নিহত ৩ ও পঙ্গু ৭ শিশু
পবিত্র হজ্জ ১৪৩৬ সম্পন্ন (ইসলামের শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন) - -হজ্জের খুৎবায় সঊদী গ্র্যান্ড মুফতী
সঊদী আরবের সবচেয়ে বয়স্ক ব্যক্তি আলী মুহাম্মাদের মৃত্যু
দিল্লী সহিংসতা : ৫৩ জন মুসলিম নিহত
আরও
আরও
.