আজব কথায় গুজব তুলে,

ভুগছে কালা জ্বরে।

উদোর বোঝা বুধোর ঘাড়ে,

চলছে জগৎ জুড়ে।

দুঃখে যাদের জীবন গড়া,

সুখের আশা যায় ভুলে।

তবু তাদের দুঃখ আসে,

চক্রকারীর ঐ জালে।

সত্য যাদের প্রতিশ্রুতি,

করবে তারা কিসের ভয়?

বিপদে যারা ধৈর্য ধরে,

আল্লাহ তাদের সহায়।

রেহাই পাননি কোন দিন

মহামান্য খলীফাগণ।

হকের দাওয়াত দিতে গিয়ে

জীবন দিয়েছেন বিসর্জন।

ওরা নাকি জোট বেঁধেছে?

সকল দলে এক হয়ে,

ইসলামের তারা ধারে না ধার

কবর পূজায় ভিড় তোলে।

বাড়ির মালিক চুরি করে,

দোষী করল রাখাল,

সত্য কথা গোপন করে,

রাখবে আর কত কাল?

জোট সরকারের পাতা ফাঁদে

আহলেহাদীছ বন্দি হয়।

ভুলের মাসুল দিতে হবে

তাহার কোন বিকল্প নাই।

আবুল কাসেম

গোভীপুর, মেহেরপুর।







আরও
আরও
.