মুহাম্মাদ সাইফুল ইসলাম

শ্যামপুর, মতিহার, রাজশাহী।

নাফ নদীর ওপারে আমার ঘর।

অস্তিত্বশীল চারণভূমির বিস্তারের পূর্বেই আমার জন্ম।

আমি হারিয়েছি গৃহ, গ্রাম, শৈশব

কেড়ে নিয়েছে স্বদেশ মাতৃভূমি

আর আমাদের পরিচয়।

আমাদের চিৎকার আর ভাষার নাম, মানচিত্র

যা আমাদের কাছে পৃথিবীর চেয়ে বড়।

আমি রোহিঙ্গা শিশু নিবাস আরাকান

আমার পূর্ব পুরুষ লাঙ্গলের কারিগর।

মৃদু বাতাস আমার মাথার চুল দুলিয়ে দেয়,

দিগন্ত প্রসারিত ফসলের মাঠ

গ্রাম, নদী, ঘাট আমাকে দেখলেই

গেয়ে উঠে জীবনের জয়গান।

বল, একি আমার অপরাধ?

আমি ইউসুফ

আমাকে দেখলে হাসে চাঁদ-তারা

নুয়ে আসে নারঙ্গী বনের সবুজ ভালোবাসা

বল, একি আমার অপরাধ?

বরং তুমিই ঘাতক কাঁটা, জবরদখলকারী

ফিরিয়ে দাও ঘাতক আমার পিতার আদর

লুটে নেওয়া আমার বোনের নোলক,

ফিরিয়ে দাও আমার পরিচয়।

ফিরিয়ে দাও আমার জলপাই রঙ্গের সবুজ ঘন গ্রাম

ফিরিয়ে দাও আমার জীবনের  কোলাহল

আমি রোহিঙ্গা শিশু নিবাস আরাকান।






আরও
আরও
.