রাসূল যাকে হক্ব বলেছেন
আমরাও তাকেই হক্ব জানি,
রাসূল যাকে বাতিল বলেছেন
আমরাও তাকে বাতিল মানি।
রাসূল যা দিয়েছেন আমাদের
শরী‘আত হিসাবে করেছি গ্রহণ,
রাসূল যা বাজেয়াপ্ত করেছেন
আমরা তা করি বর্জন।
রাসূল যার আনুগত্য করতে বলেছেন
আমরা নিঃশর্তে তার আনুগত্য করি,
রাসূল যাকে ধরতে বলেছেন
আমরা চোখ বুঁজে সে পথ ধরি।
রাসূল যাকে ন্যায় বলেছেন
আমরাও তাকে বলি ন্যায়,
রাসূল যাকে অন্যায় বলেছেন
আমরাও তাকে বলি অন্যায়।
রাসূল যাকে দোস্ত বলেছেন
আমরা সে দোস্তের করি সম্মান,
রাসূল যাকে দুশমন বলেছেন
আমরা তার উৎখাতে করি জীবন দান।
রাসূল যাকে শিরক-বিদ‘আত বলেছেন
আমরা তাকে শিরক-বিদ‘আত বলি,
রাসূল যাকে গুমরাহ বলেছেন
আমরা তাকে সভয়ে এড়িয়ে চলি।
রাসূল যা এঁকে দেখিয়ে গেছেন
একটি সোজা সরল পথের রেখা,
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি
সে পথেই পাব জান্নাতুল ফিরদাউসের দেখা।
রাসূল যাদের ছহীহ আমল-আক্বীদার কারণে
দিয়েছেন মর্যাদাপূর্ণ সুন্দর একক নামকরণ,
বিশ্বের বুকে তারাই ফিরক্বা নাজিয়াহ
‘আহলেহাদীছ’ই যার প্রকৃষ্ট উদাহরণ।