হে মহা মহিম গফুর-গাফফার, রহীম-রহমান!
তোমার মাঝে বিলীন হ’তে মোর শক্তি কর গো দান।
তোমার রঙেতে হৃদিখানি মম রাঙাতে যেন গো পারি,
এপার ওপার হস্ত প্রসারি না হই অন্য দ্বারী।
দাওগো শক্তি হ’তে যেন পারি ঈমানে শক্তিধর,
তোমার প্রেমে হ’তে পারি যেন আশিক বিশ্বপর।
হে রহীম-রহমান!
তোমার প্রেমে রাঙাতে হৃদয় শক্তি করগো দান,
তুমি ওগো মোর দয়ার বারিধী রাববুল আলামীন,
সদা জাগ্রত থাকি যেন আমি প্রতিষ্ঠায় তব দ্বীন।
জিহাদী কাফেলার প্রথম সারিতে থাকিতে যেন গো পারি,
দুশমনের অাঁটা ফন্দির কাছে কখনও যেন না হারি।
দ্বীনের পতাকা উঁচুতে উঠাতে হ’তে পারি শক্তিবান,
বদর, ওহোদ, খন্দক সমরের শক্তি কর গো দান।
মূতার প্রান্তরের খালিদের হুঙ্কার আবার উঠুক বেজে,
সাজি যেন আমি আলীর ন্যায় অসীম বীরের সাজে।
ওগো দয়ার অতল বারিধী রহীম-রহমান!
তোমার পথেতে জীবন বিলাতে শক্তি করগো দান।