ওহে বিপ্লবী! গড়ে তুলি আস জামা‘আতী যিন্দেগী
জামা‘আত ছাড়া যে জাহেলী মরণ করিয়া বন্দেগী।
যত তুমি হও মহারথি যত বড় হোক মান
জামা‘আতবদ্ধ জীবন এটা যে আল্লাহরই ফরমান।
জামা‘আতী জীবন ফরয এখানে বিকল্প কিছু নেই,
আমীর মামূর বায়‘আত রয়েছে আল্লাহর বিধানেই।
রাষ্ট্রীয় আমীর ছিলেন না নবীজী আকাবা বায়া‘আতে জানি।
জামা‘আত নষ্ট পরিকল্পনা ছাড় হে দুষ্ট জ্ঞানী!
তিনজন লোক একখানে হ’লে
আমীর বানাতে হয় এটা যে হাদীছে কয়।
তুমি পৃথিবীর বিরাট আধারে বহু ভাষাবিধ জ্ঞানের সাগরে,
কাজে আসিবে না জারি থাকিবে না, কবরে চলে যাবে।
ওহে বিপ্লবী! গড়ে তুলি আস জামা‘আতী যিন্দেগী।
জালসা করিয়া কতটুকু লাভ মানুষের তো আবেগী স্বভাব
টাকার লাগিয়া জিহাদী সাজিয়া ঝংকারে মাতাবি,
ওহে বিল্পবী! গড়ে তুলি আস জামা‘আতী যিন্দেগী।
জামা‘আতবদ্ধ বিপ্লব ছাড়া মানবতা ফিরে পাবে না এ ধরা
সকল বিধান বাতিল করে অহী কর বিজয়ী।
জাহেলী বিধান পদে পদে মেনে পাচ্ছে সম্মানী
বাতিলের ফাঁদে শাসকের সাজ অশান্ত পৃথিবী
ওহে বিপ্লবী! গড়ে তুলি আস জামা‘আতী যিন্দেগী।
সংখ্যাগুরু মুসলিম দেশে ধারে না অহি-র ধার
অহী মুতাবেক আমল করিলে ধমকায় বারবার
বুঝি না এ ব্যাপার আমরা বুঝি না এ ব্যাপার।
শিরক, বিদ‘আতে আপোষ করে হবে না বন্দেগী
ওহে বিপ্লবী! গড়ে তুলি আস জামা‘আতী যিন্দেগী।