হে কুরআনের সৈনিক!

বলছি তোমায় হিফয থেকে আমার অভিজ্ঞতা

যেন বৃদ্ধি পায় তোমার হিফযের দক্ষতা।

হিফয পড়ার শুরুতেই নাও তুমি শপথ

কুরআন হিফযের মাধ্যমে পাবে তুমি সুপথ।

শুরুতেই তোমার দায়িত্ব হবে ছহীহ শুদ্ধভাবে কুরআন বুঝা

যেন কুরআন তোমার কাছে মনে না হয় বোঝা।

যদি না থাকে ভালোবাসা তোমার কুরআনের প্রতি

তাহ’লে তোমার কুরআন হিফয পাবেনা কোন গতি।

সবক তুমি শিখবে এমনভাবে

আটকাতে পারবে না কেউ।

পড়া তোমার হবে সাবলীল যেন

একই গতিতে চলমান কোন ঢেউ।

পড়ার সময় তোমার থাকতে হবে পূর্ণ মনোযোগ

মনে রেখ মনোযোগহীনতা ক্ষতিকর এক রোগ।

বিভ্রান্ত তোমায় করতে চাইবে বিতাড়িত শয়তান

কিন্তু লক্ষ্যে তুমি থাকবে অটুট, চেষ্টায় বলীয়ান।

সবক তুমি এমনভাবে করবে মুখস্থ

সাত সবক ইয়াদ থাকে যেন একেবারে কণ্ঠস্থ।

সাত সবক ভাল হলে ভাল হবে পারা

মূল্য নেই কুরআন হিফযের পূর্ণ ইয়াদ ছাড়া।

আমূখতা যদি শোনাও তুমি একদম নির্ভুলভাবে

তবেই তুমি ইয়াদ ওয়ালা ভাল হাফেয হবে।

পড়ায় যদি দাও ফাঁকি, তুমিই বড় বোকা

কারণ আল্লাহ বা শিক্ষক নয় তুমি নিজেকেই দাও ধোকা।

নিজেকে ফাঁকি দিয়ে হয়ো না আর বখীল

পরলোকে কুরআনই হবে জান্নাতে যাওয়ার দলীল।

হে কুরআনের হাফেয! মনে রেখ তুমি আল্লাহর সৈনিক

কুরআনের সাথে যোগাযোগ তোমার হয় যেন দৈনিক।

-হাফেয তৌফীকুল ইসলাম

ছাত্র, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী

নওদাপাড়া, রাজশাহী।






আরও
আরও
.