৮০ বছর বয়সী বৃদ্ধ নাযিমুদ্দীন। ভিক্ষা করে সংসার চালান। নিজের বসত-ভিটা মেরামত করার জন্য দুই বছরে ভিক্ষা করে জমিয়েছেন ১০ হাযার টাকা। কিন্তু এ টাকা দিয়ে তার নিজের ঘর মেরামত না করে দান করলেন শেরপুরের ঝিনাইগাতীতে কর্মহীনদের খাদ্য সহায়তার জন্য খোলা তহবিলে। গত ২১শে এপ্রিল স্থানীয় ইউএনও রুবেল মাহমূদের হাতে এ টাকা তুলে দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, করোনায় ঘরবন্দী হওয়া কর্মহীন মানুষদের খাদ্য সহায়তার জন্য কর্মহীন অসহায়দের তালিকা হচ্ছিল। এসময় নাযিমুদ্দীনের বাড়িতে গিয়ে তাকে ইউএনওর পক্ষ থেকে খাদ্যসামগ্রী দেয়ার কথা বলে তার জাতীয় পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। কিন্তু ঐ তালিকায় তার নাম না দেয়ার জন্য অনুরোধ করেন তিনি। তারপর সবাইকে অবাক করে দিয়ে তিনি বলেন, নিজের বসতঘর মেরামত করার জন্য দু’বছরে ভিক্ষা করে ১০ হাযার টাকা জমিয়েছি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষের সহায়তার জন্য তিনি এ টাকা দান করতে চান। পরে তাকে ইউএনওর কাছে নিয়ে গেলে তিনি তার হাতে টাকাগুলো তুলে দেন। ইউএনও রুবেল মাহমুদ বলেন, আমরা আশ্চর্য হয়েছি একজন ভিক্ষুকের এমন মহানুভবতায়। এটা অনেক মানুষের জন্য বড় দৃষ্টান্ত হয়ে থাকবে। উল্লেখ্য, ঘটনাটি প্রধানমন্ত্রীর নযরে আসায় তার নির্দেশে স্থানীয় প্রশাসন তার জন্য জমি ও বাড়ি নির্মাণ করে দেয়ার ব্যবস্থা নিয়েছে এবং তার চিকিৎসাসহ জীবিকা নির্বাহ খরচ বহনের ঘোষণা দিয়েছে।  







আরও
আরও
.