স্বদেশ

ফৎওয়া বৈধ ঘোষণা করল সুপ্রিমকোর্ট

সব ধরনের ফৎওয়া নিষিদ্ধ করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে ফৎওয়াকে বৈধ ঘোষণা করেছেন দেশের সর্বোচ্চ এ আদালত। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন যে, শিক্ষিত ও সমাজের গ্রহণযোগ্য আলেম-ওলামা ফৎওয়া দেবেন। তবে গ্রাম্য শালিশে ফৎওয়ার নামে কাউকে অযথা শাস্তি দেয়া বা কারো সাংবিধানিক অধিকার হরণ করা যাবে না। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ গত ১২ মে এ রায় দেন। বেঞ্চের অন্য বিচারপতিরা হ’লেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মুহাম্মাদ ঈমান আলী।

ফৎওয়া নিষিদ্ধের প্রেক্ষাপট : ২০০০ সালের ৯ সেপ্টেম্বর নওগাঁ যেলার সদর থানার কীর্তিপুর ইউনিয়নের আতিয়া ডাঙ্গাপাড়া গ্রামের সাইফুল ইসলাম তার স্ত্রী শাহিদাকে তালাক দেয়। শাহিদা তার বাপের বাড়িতে চলে যাওয়ার কয়েক মাস পরে সাইফুল তাকে আবার ফিরিয়ে আনার উদ্যোগ নেয়। এতে এলাকায় শালিশের সিদ্ধান্ত অনুযায়ী শাহিদাকে তার স্বামী সাইফুলের চাচাতো ভাই শামসুল ইসলামের সঙ্গে হিল্লা বিয়ে দেয়া হয়। পরে সাইফুল তার স্ত্রীকে গ্রহণ করতে অসম্মত হ’লে পুনরায় শালিশ হয়। এতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সদর থানার পুলিশ কর্মকর্তারা একত্রিত হয়ে সাইফুল ও শাহিদাকে আবার বিয়ের সিদ্ধান্ত দেন। সেই মোতাবেক তাদের বিয়ে হয়। এ ঘটনাটি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হ’লে ঐ বছরই বিচারপতি গোলাম রববানী ও বিচারপতি নাজমুন আরা সুলতানার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন। রুলের শুনানী শেষে বিচারপতি গোলাম রববানী ২০০০ সালের ১লা জানুয়ারী সব ধরনের ফৎওয়াকে নিষিদ্ধ ঘোষণা করেন। ঐ রায়ের বিরুদ্ধে ঐ বছরই মুফতী মুহাম্মাদ তৈয়্যব ও মাওলানা আবুল কালাম আযাদ আপিল করেন। ১০ বছর ঝুলে থাকার পর এ বছর ১৪ ফেব্রুয়ারী এটি শুনানীর জন্য আপিল বিভাগে উঠে। আদালত এ শুনানীকালে ৯ জন এমিকাস কিউরি ও পাঁচজন বিজ্ঞ আলেমের মতামত নেন। শুনানীকারী আইনজীবীদের বক্তব্য এবং এমিকাস কিউরি ও আলেমগণের মতামত আলোচনা-পর্যালোচনা শেষে আপিল বিভাগ আলোচ্য রায় প্রদান করেন।

এনার্জি ড্রিংকসের আড়ালে মাদক বিক্রি

এনার্জি ড্রিংকস নামক পানীয়ের আড়ালে মাদক বিক্রি হচ্ছে রাজধানীসহ সারাদেশে। বৈধতার সনদ নিয়ে অবৈধভাবে এ ধরনের ড্রিংকস অবাধে বাজারে বিক্রি করে একটি মহল পরিকল্পিতভাবে বছরে পাঁচ হাযার কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে। ১৪ শতাংশ পর্যন্ত এ্যালকোহল মিশ্রিত ফেনসেডিলের বিকল্প হিসাবে এসব কোমল পানীয় খেয়ে যুবসমাজ মাদকাসক্ত হওয়ার কারণে এর বিরূপ প্রভাব পড়ছে গোটা সমাজে। বর্তমানে বাজারে প্রচলিত এসব এনার্জি ড্রিংকসের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- স্পিড, ব্ল্যাক হর্স, বিগবস, শার্ক, টাইগার, রয়েল হর্স ফিলিংস, রেড টাইগার, লায়ন প্রভৃতি।

দেশে তামাক ব্যবহারে বছরে ১২ লাখ লোক বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে

দেশে তামাক ব্যবহারে বছরে ১২ লাখ লোক ৮ ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। রোগীদের মধ্যে ২৫ শতাংশ হাসপাতালে ভর্তি হচ্ছে। এই খাতে বছরে ৫ হাযার কোটি টাকা ক্ষতি হচ্ছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সুপ্রিমকোর্টের রায়

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ও বেআইনী ঘোষণা করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে গত ১০ মে এ রায় ঘোষণা করেছেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের ফুলবেঞ্চ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের এ রায় এখন থেকে কার্যকর হওয়ার কথা বলা হ’লেও আগামী দু’টি জাতীয় সংসদ নির্বাচন এ ব্যবস্থার অধীনেই হতে পারে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। দেশের সর্বোচ্চ আদালত তার রায়ের পর্যবেক্ষণে বলেছেন যে, দেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার স্বার্থে পরবর্তী ১০ম ও ১১তম জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হ’তে পারে। তবে এর সঙ্গে অবসরপ্রাপ্ত কোন প্রধান বিচারপতি কিংবা আপিল বিভাগের অন্য কোন বিচারপতিকে জড়ানো যাবে না। বিদায়ী প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের বাদ রেখে সংসদ চাইলে আগামী সংসদ নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংস্কার করতে পারবে।

সেমিনারে তথ্য

ফারাক্কা বাঁধে সরাসরি ক্ষতি ১ লাখ ৫৫ হাযার কোটি টাকা

ফারাক্কা বাঁধের কারণে বিগত ৩৬ বছরে বাংলাদেশের ১ লাখ ৫৫ হাযার ৪শ’ কোটি টাকার সরাসরি ক্ষতি হয়েছে। জীববৈচিত্র্য ধ্বংসসহ পরিবেশের ক্ষতি ধরলে পরোক্ষ ক্ষতির পরিমাণ এর ছয়গুণ হবে। ‘ফারাক্কা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় গত ১৭মে বক্তারা এ তথ্য পেশ করেন।

রাজধানীতে ২০ হাযার পথবাসী

খোলা আকাশের নীচে চরম দারিদ্রে্যর মাঝে শুধু রাজধানীতেই দুর্বিষহ জীবন যাপন করছে ২০ হাযার পথবাসী। ‘কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ’ নামক একটি প্রতিষ্ঠানের জরিপ থেকে এ তথ্য জানা গেছে। এরা ১০ বছর বা তারও বেশী সময় ধরে রাস্তায় বসবাস করছে। এদের  অনেকের জন্ম হয়েছে রাস্তাতেই।


বিদেশ

পালিয়ে বিয়ে করার অপরাধে ভারতে পাথর মেরে হত্যা

ভারতের উত্তরাঞ্চলের রাজীব ভার্মা ও রাণু পাল নামের এক যুগলকে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করার অপরাধে পাথর মেরে হত্যা করা হয়েছে। বর ও কণের বর্ণবৈষম্য থাকায় এ বিয়েতে দুই পক্ষের অভিভাবকেরা বিরোধিতা করে। ফলে তারা পালিয়ে বিয়ে করার একদিন পর গ্রামে ফিরে এলে মেয়েটির পরিবারের নেতৃত্বে উত্তেজিত জনতা তাদের পাথর মেরে হত্যা করে। পুলিশ হত্যার  দায়ে ৮জনকে গ্রেফতার করেছে।

দেনার দায়ে যুক্তরাষ্ট্রে আরো ৬টি ব্যাংক দেউলিয়া

দেনার দায়ে ১৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের ৬টি ব্যাংকে লালবাতি জ্বলেছে। এ নিয়ে এ বছরে মোট ৩৪ ব্যাংকে লালবাতি জ্বলল। গত বছর ৯২ বিলিয়ন ডলার দেনার দায়ে ১৫৭টি ব্যাংক বন্ধ হয়ে গেছে। এর আগের বছর ১৬৯ বিলিয়ন ডলার দেনার দায়ে বন্ধ হয়েছে ১৪০টি ব্যাংক। এ নিয়ে ওবামার আমলে এ পর্যন্ত মোট ৩৩১টি ব্যাংক অর্থাভাবে বন্ধ হয়ে গেল।

নিউইয়র্কের ৬ হাযার শিক্ষক চাকরি হারাচ্ছেন

নিউইয়র্ক নগরীর মেয়র মাইকেল ব্লুমবার্গ ২০১২ সালের জন্য গত ৬ মে ব্যয়সাশ্রয়ী ৬ হাযার ৫৬০ কোটি ডলারের বাজেট ঘোষণা করেছেন। এর ফলে নিউইয়র্কের  ৬ হাযারের বেশী শিক্ষক তাদের চাকরি হারাবেন। বাজেটে অর্থায়ন কমানোর জন্য ব্লুমবার্গ নিউইয়র্ক স্টেট ও ওয়াশিংটনের কেন্দ্রীয় বাজেট থেকে অর্থায়ন  হ্রাসকে দায়ী করেন।

সন্ত্রাসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১২৮ লাখ কোটি ডলার

আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের পিছু ধাওয়াসহ সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের এ পর্যন্ত ব্যয় হয়েছে ১২৮ লাখ কোটি মার্কিন ডলার। এর মধ্যে আট হাযার ৬০ কোটি ডলার ব্যয় হয়েছে ইরাক যুদ্ধে এবং ৪৪ হাযার ৪০০ কোটি ডলার ব্যয় হয়েছে আফগানিস্তানে। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

গুজরাটের দাঙ্গায় মুসলিম নিধনের সুযোগ করে দিতে নির্দেশ দেন নরেন্দ্র মোদি

ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ২০০২ সালের মুসলিম বিরোধী ভয়াবহ দাঙ্গার সময় দাঙ্গাবাজ হিন্দুদের না ঠেকাতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন বলে পদস্থ এক পুলিশ কর্মকর্তা ভারতের সুপ্রিমকোর্টে এফিডেভিটে দেয়া সাক্ষ্যে উল্লেখ করেছেন। ভারতীয় পুলিশ কর্মকর্তা সঞ্জিব ভাট গত ২২ এপ্রিল সুপ্রিমকোর্টে দাঙ্গা সম্পর্কিত মামলায় এ এফিডেভিট দেন। উল্লেখ্য, ঐ ঘটনায় দুই হাযারেরও বেশী মুসলমান নিহত হন।

যুক্তরাষ্ট্রে প্রতি ৭ জনে ১ জন দরিদ্র জীবনযাপন করে

মার্কিন যুক্তরাষ্ট্রের দরিদ্র  জনগোষ্ঠীর সংখ্যা রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং প্রতি ৭ জনের মধ্যে ১জন প্রচন্ড দারিদ্রে্যর মধ্যে জীবন-যাপন করে। ৩১ কোটি মার্কিনীর মধ্যে চার কোটি ৭০ লাখই দুঃসহ দারিদ্রে্যর মধ্যে জীবন যাপন করছে। এছাড়া মার্কিন শ্বেতাঙ্গদের চেয়ে তিনগুণ বেশী দারিদ্রে্যর মধ্যে জীবন কাটায় আফ্রিকান ও লাতিন আমেরিকান বংশোদ্ভূত মার্কিন নাগরিকরা। মার্কিন সেন্সাস ব্যুরোর নতুন পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

বাবরী মসজিদ মামলার রায় স্থগিত করেছে ভারতীয় সুপ্রিমকোর্ট

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যার ঐতিহাসিক বাবরী মসজিদের জমি বিতর্ক মামলায় এলাহাবাদ হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করেছে সেদেশের সুপ্রিমকোর্ট। বিচারপতি আফতাব আলম এবং বিচারপতি আর এস লোধার ডিভিশন বেঞ্চ এলাহাবাদ হাইকোর্টের লাক্ষ্ণৌ বেঞ্চের রায়কে বিস্ময়কর আখ্যা দিয়েছে। কারণ এ মামলায় আবেদনকারীদের কোন পক্ষই জমি ভাগাভাগির আবেদন জানায়নি, তা সত্ত্বেও এলাহাবাদ হাইকোর্টের লাক্ষ্ণৌ বেঞ্চ মসজিদের জমিকে তিন ভাগ করে তিন বাদী পক্ষকে দেওয়ার রায় দিয়েছে।

কঙ্গোতে প্রতিদিন ১১০০ নারী ধর্ষিত হচ্ছে

কঙ্গোতে প্রতিদিন এগারো শতাধিক নারী ধর্ষিত হচ্ছে। আমেরিকার ‘জার্নাল অব পাবলিক হেলথ’ নামের এক সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা থেকে এ তথ্য পাওয়া গেছে। সাময়িকীতে জানানো হয়, আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ কঙ্গোতে  ২০০৬ সাল থেকে ২০০৭ টানা এক বছর গবেষণাটি চালানো হয়। এ সময়ে ১৫ থেকে ৪৯ বছর বয়সী চার লাখেরও বেশী নারী ধর্ষিত হয়।

বিশ্বে প্রতি বছর একশ’ কোটি টনের বেশী খাদ্য অপচয় হয়

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) গত ১১মে বলেছে, প্রতি বছর বিশ্বে খাদ্য উৎপাদনের এক-তৃতীয়াংশ অর্থাৎ প্রায় ১৩০ কোটি টন বিনষ্ট অথবা অপচয় হয়। এফএও জানায়, প্রতি বছর যে পরিমাণ খাদ্য বিনষ্ট অথবা অপচয় হয় তা বিশ্বে বার্ষিক উৎপাদিত ফসলের অর্ধেকেরও বেশী। অথচ বিশ্বের প্রায় ৯২ কোটি ৫০ লাখ মানুষ ক্ষুধায় ভুগছে। রিপোর্টে আরো বলা হয়, ইউরোপ ও উত্তর আমেরিকার ভোক্তারা প্রতি বছর ৯৫ থেকে ১১৫ কিলোগ্রাম (২০৯ পাউন্ড থেকে ২৫৩ পাউন্ড) খাদ্য অপচয় করে থাকে। শিল্পোন্নত দেশগুলো প্রতি বছর ৬৭ কোটি টন খাদ্যদ্রব্য বিনষ্ট করে। আর উন্নয়নশীল দেশগুলোয় এর পরিমাণ ৬৩ কোটি টন। অন্যদিকে ধনী দেশগুলো প্রতিবছর ২২ দশমিক ২ কোটি টন খাদ্যদ্রব্য অপচয় করে।






ডিজিটাল যুগে মানুষের মনোযোগ কমেছে
অভিনয় ছেড়ে দিলেন বলিউড তারকা জায়রা ওয়াসিম
অভাবের তাড়নায় সন্তান বিক্রি করতে বাজারে তুললেন খাগড়াছড়ির এক মা!
সচিব ১৩, অতিরিক্ত সচিব ৩৮৬, যুগ্ম সচিব ১০৫, উপসচিব ২৭০, ডিসি ৯ এবং ইউএনও ১৭২ জন (প্রশাসনের সর্বত্র নারীর দাপট)
ফ্রান্সে বন্ধ করে দেয়া হচ্ছে দেড় শতাধিক মসজিদ!
স্বদেশ-বিদেশ
সূদখোররা বেপরোয়া : গ্রহীতাদের মরণদশা
রাশিয়ায় সুবিশাল মসজিদের উদ্বোধন করলেন পুতিন
বিশ্বের ক্ষুদ্রতম দেশ পিটকার্ন আইল্যান্ডসের জনসংখ্যা ৫৬
১০ বছরে ১ লাখ কোটি টাকা সূদ
২১শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা
বিশাল বাজেটের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি সই
আরও
আরও
.