চীনা বিজ্ঞানীরা তিনটি ‘সুপার কাউ’ ক্লোন করেছেন, যা অস্বাভাবিকভাবে উচ্চ পরিমাণে দুধ দিতে সক্ষম। ধারণা করা হচ্ছে, এসব গাভীর প্রতিটি সারাজীবনে ১ লাখ লিটার এবং বছরে প্রায় ১৮ হাযার লিটার দুধ দিতে সক্ষম হবে। সোমাটিক সেল নিউক্লিয়ার ট্রান্সফার নামক একটি নির্বাচনী প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত সম্ভাব্য অগ্রগতি চীনে দুধের উৎপাদন বাড়াবে বলে আশা করা হচ্ছে। গবেষক দলের প্রধান এবং নর্থওয়েস্ট এএন্ডএফ ইউনিভার্সিটির ভেটেরিনারি সায়েন্সের অধ্যাপক ইয়াপিং বলেছেন, তার দল চীনে গার্হস্থ্য দুধ উৎপাদন বাড়াতে ‘সুপার কাউ’-এর উৎপাদন করেছে। গরুর কান থেকে সংগৃহীত টিস্যু ১২০টি ক্লোন করা ভ্রূণের প্রাথমিক ব্যাচ তৈরি করতে ব্যবহার করা হয়েছিল। যার মধ্যে ৪২ শতাংশ সফলভাবে সারোগেসির মাধ্যমে গর্ভধারণ করেছে। তিনি বলেন, ‘আমরা দুই থেকে তিন বছরের মধ্যে ১ হাযারেরও বেশী ‘সুপার কাউ’-এর একটি পাল তৈরি করার পরিকল্পনা করছি’।
উল্লেখ্য, দুধের উৎপাদন বৃদ্ধির সাথে চীন বিশ্বের তৃতীয় বৃহত্তম দুধ উৎপাদনকারী হয়ে উঠেছে। তবুও দেশটি তার গার্হস্থ্য দুধের চাহিদার কমপক্ষে ৩০ শতাংশ মেটাতে ইউরোপের উপর অনেক বেশী নির্ভরশীল।