ভারতের আসামে আবারো
গরুর গোশত বিক্রি করা নিয়ে এক বৃদ্ধ ব্যবসায়ী শওকত আলী (৬৮)-কে নাজেহাল
করেছে একদল উগ্রপন্থী যুবক। এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, গত ৮ই
এপ্রিল সোমবার আসামের বিশ্বনাথ যেলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত ৭ই
এপ্রিল রোববার স্থানীয় ১০-১২ জন যুবক গরুর গোশত বিক্রয়ের অভিযোগে শওকতের
ওপর হামলা করে। গরুর গোশত বিক্রির লাইসেন্স দেখাতে না পারায় পরদিন সোমবার
তারা শওকতকে মারধর করে এবং শূকরের গোশত খেতে বাধ্য করে। শওকতের ভাই
শাহাবুদ্দীন বলেন, শওকতকে বাংলাদেশী বলে দাবী করে কিছু যুবক তাকে বেধড়ক
মারধর করে।
[ভারতের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার মুখোশ অনেক আগেই খসে পড়েছে। তবুও মানুষের স্বভাবজাত ধর্মীয় স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতার হরণ করার যেকোন অপতৎপরতাকে আমরা অত্যন্ত ক্ষোভের সাথে নিন্দা জানাই। আমরা সেদেশের মানবাধিকার কর্মী এবং সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষদের প্রতি মুসলিম ও সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানাই (স.স.)।]