বিশ্বে যত মহোপকার

যার সম নেই মানব কল্যাণ,

সকল উপকারের শ্রেষ্ঠ উপকার

মাদকমুক্ত রক্তদান।

মুমূর্ষু রোগীকে রক্তদান

আল্লাহর সন্তুষ্টির অর্জন,

এমন ভাগ্যবান কয়জন আছে

এ মহান ব্রত করে গ্রহণ?

ধর্ম-বর্ণ-ভাষা নির্বিশেষে

হ’তে পারে নাজাতের অসীলা,

অন্যকেও উদ্বুদ্ধকরণে

ভারী হবে নেকীর পাল্লা।

আল-‘আওন অর্থ সহযোগিতা

নিরাপদ রক্তদান সংস্থা,

যেথায় আছে মাদকমুক্ত তাযা রক্ত

সরবরাহের অনন্য ব্যবস্থা।

আল-‘আওন-এর প্রতিষ্ঠাকাল

২৩শে ফেব্রুয়ারী ২০১৭ বৃহস্পতিবার,

যেথায় ১৮ থেকে ৬০ বছরের নারী-পুরুষ

হ’তে পারে রক্তদাতা বা সম্মানিত ডোনার।

জীবনাবসান প্রায় মুমূর্ষুকে রক্তদানে

বাড়ে নিজের মানসিক তৃপ্তি,

অন্যের জীবন রক্ষায় আছে প্রশান্তি।







আরও
আরও
.