বাঁচবে কত ষাট-পঁয়ষট্টি

নয়তো সত্তর আশি!

একশ’ বছর বাঁচ যদি

বলবে না আর বাঁচি।

অতি ছোট আয়ুষ্কাল

ভাবছ কিরে মনা!

মায়ার পৃথিবী ছাড়তেই হবে

হিসাব ঠিকই গণা।

দম্ভ যত অহংকারের

দাপট যত টাকার,

মরণ তোমার হবেই একদিন

দুনিয়া চিরদিন নয় থাকার।

ভাবছ ছালাত করবে আদায়

আজ অথবা কাল

এই ভাবনায় বয়স তোমার

করলে কত পার!

ছালাত বিনে ভোগ বিলাসে

কাটাও যত তুমি,

কাল হাশরে খাতা তোমার

হবে মরুভূমি।

থাকতে সময় মরার আগে

সাজাও মাটির ঘর

আমল দিয়ে আলোকিত কর

অন্ধকার কবর।

এফ.এম. নাছরুল্লাহ বিন হায়দার

কাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।






আরও
আরও
.