-মুহাম্মাদ গিয়াছুদ্দীন, কাফরুল, ঢাকা।
হে আল্লাহ! রাতের অাঁধার করে অপসারণ,
তুমি ঘটাও যে দিবসের শুভ আগমন।
বীজ হ’তে অঙ্কুরে তুমি প্রাণ কর সঞ্চার
মাটিকে কর উর্বর দাও শস্যের ভান্ডার।
আমার হৃদয়ে দাও ঈমানের আভরণ
কালিমা-কলঙ্কের দাগ কর অপসারণ।
দূর কর গোমরাহী দাও শান্তির স্পন্দন
দূর কর অশ্লীলতা প্রকাশ্য ও গোপন।
দাও মোরে সকল প্রশান্তি এ মোর প্রার্থনা
মুছে ফেল সব অকল্যাণ এ মোর কামনা।
তুমি এক অদ্বিতীয় তুমি সর্ব শক্তিমান
হে আল্লাহ! তুমি মোরে দাও সকল কল্যাণ।
তোমার নামেই শুরু করি তুমি যে মহান
আমার সকল দুশ্চিন্তার কর অবসান।
সকল অশান্তি হ’তে মোরে কর মুক্তি দান
তোমার নামই শান্তি তুমি যে মহান।
হে আল্লাহ! তুমি মোরে দিয়েছ এই জীবন
যখন ইচ্ছা এ প্রাণ তুমি করিবে হরণ।
যদি বাঁচিয়ে রাখ মোরে করিও হেফাযত
আর যদি দাও মরণ দিও যে নাজাত।