আনীসুর রহমান

বগুড়া।

আমি যখন মরে যাব এই দুনিয়ায় নাহি রব

তোমরা কেউ আমার জন্য কান্দিও না।

তোমাদের চেয়ে আছেন দয়ালু রহীম রহমান

তোমরা সবে আজীবন ধরে গাইবে তাঁরই গুণগান।

কালেমা পড়ার কথা আমায় করে দিবে স্মরণ

কালেমা শাহাদত না পড়ে হয় না যেন মরণ।

তোমরা সবাই থাকবে বসে, চলে যাবে আমার জান,

ধরে রাখতে পারবে না সেটা কোন জিন-ইনসান।

তোমাদের কান্নায় আমার হবে না কোন লাভ

বুক চাপড়ানো কান্নায় বাড়বে আমার আযাব।

অপরাধ যদি করে থাকি করে দিও ক্ষমা,

তোমাদের অন্তরে দুঃখ-বেদনা রেখ না জমা।

আল্লাহর কাছে আমার জন্য করবে একটু দো‘আ

আমার কবরে আসে যেন জান্নাতের সুগন্ধি হাওয়া।

রাবিবর হামহুমা কামা রববা ইয়ানী ছগীরা বলবে মনে মনে

এই দো‘আ পাঠ করবে প্রভুর কাছে কাঁদবে ক্ষণে ক্ষণে।






আরও
আরও
.