রুকাইয়া ইসলাম

বাঁশবাড়িয়া, বাগাতিপাড়া, নাটোর।

মৃত্যু থেকে বাঁচার জন্য

যেথায় তুমি থাকবে,

মৃত্যু তোমায় আঁকড়ে ধরবে

মৃত্যু অবশ্যই আসবে।

যেথায় তুমি রওনা কেন

পালিয়ে থাকো গিয়ে,

মৃত্যু এসে ছোবল দিয়ে

যাবে তোমায় নিয়ে।

যতই তুমি দুনিয়া নিয়ে

ব্যস্ত থাকো না,

ধন-সম্পদ, আত্মীয়-স্বজন

কেউ সঙ্গে যাবে না।

উঁচু উঁচু দালান-কোঠা

যেখানে করো বাস,

একদিন তোমায় মরতে হবে

হ’তেই হবে লাশ।

শিশু-কিশোর, তরুণ-যুবক

আর হও না তুমি বুড়া,

সময় ফুরালে মরতে হবে

পড়বে তুমি ধরা।

অর্থ-বিত্ত আপন জনে

তোমায় রাখতে পারবে না,

হায়াত শেষে মরতে হবে

কেউ মুক্তি পাবে না।

সময় থাকতে এখনই তবে

শিরক-বিদ‘আত ছাড়,

কুরআন-হাদীছের পথে চলে

সুন্দর জীবন গড়।

আল্লাহর বিধান মান্য কর

হায়াত ফুরানোর আগে,

তবেই তুমি হবে সফল

ইনশাআল্লাহ জান্নাত পাবে।






আরও
আরও
.