বিয়াবানভেদী ডাকিছে কে ঐ

আহাদ আহাদ আহাদ

বক্ষেতে কার চাপালো পাথর

শিকল পরালো পায়?

কাহার উঠিলো তপ্ত বালুতে

ফোস্কা সর্ব গায়?

আল্লাহর রাহে জান বাজি রেখে

সইলো কে অত্যাচার?

কণ্ঠেতে কার বাঁধিয়া রশি

টানিলো সর্ব দ্বার?

ভাঙিলো কে ঐ মানুষের বেড়ী

আল্লাহর হ’ল দাস,

ভন্ড খোদার মিল্লাত রেখে

পূরালো হৃদয়ের আশ?

কাহার কণ্ঠে ধ্বনিলো প্রথম

আল্লাহর আহবান?

মসজিদের ঐ মিনারেতে উঠে

শুনালো কে আযান?

জান্নাতে কার পদধ্বনি শুনলেন

রাসূল (ছাঃ) তাঁর আগে

কে ছিল সে জান্নাতী মানুষ

জানিবার সাধ জাগে।

সে তো রাসূলের প্রিয় ছাহাবী

আল্লাহর সেরা দান,

দানিতে পারে যে আল্লাহর আদেশে

নিজের অমূল্য প্রাণ।

বিলাল বিলাল (রাঃ) কে বলে তুমি

কাফ্রি ও কৃতদাস?

তুমি তো কেবলি রাসূল (ছাঃ)-এর প্রিয়

আল্লাহর সেরা দাস।

তোমাকে স্মরিয়া আজিকে ধরণী

অাঁখি পানিতে নায়

তুমি তো দ্বীনের সত্য সাক্ষ্য

রেখে গেলে দুনিয়ায়।

সারা ধরণীতে আজ শুনি ঐ

তোমারই আযান

ঘুমন্ত মুসলিম জাগ্রত হ’ল

নাচিয়া উঠিল প্রাণ।

আতিয়ার রহমান

মাদরা, কলারোয়া, সাতক্ষীরা।






আরও
আরও
.