ভুল করো না ভুল করো না সঠিক পথে চল,

বাতিল ফিরক্বা ছেড়ে দিয়ে সরল পথে চল।

শিরক নয় বিদ‘আত নয় তাওহীদ মেনে চল,

বিদ‘আতী কর্ম ছেড়ে দিয়ে সুন্নাত আঁকড়ে ধর।

এতেই পাবে নাজাত তুমি এতেই তোমার জান্নাত,

সেথায় পাবে আল্লাহর দীদার পাবে অফুরান রহমত।

বিদ‘আত করলে কাওছার হারাম হাদীছ প্রমাণ করে,

‘সুহকান’ ‘সুহকান’ বলবেন নবী বিদ‘আতীদের তরে।

জান্নাতের পথ একটিই আছে কুরআন-সুন্নাতে

সকল তরীকা বাতিল হ’ল কুরআন-হাদীছ মতে।

মীযানুর রহমান

মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সঊদী আরব।







আরও
আরও
.