চেয়ে দেখি মিয়ানমারের আকাশ কালো ধুয়ায় ঢাকা,

ঐ ধুয়ার নীল নক্সা সুচি সরকারের অাঁকা।

আবাল-বৃদ্ধ-বনিতা সেথা মরিতেছে কত পুড়ে,

নির্বাক হয়ে দেখিতেছে খেলা সারা বিশ্বজুড়ে।

বসত-বাড়ী, পশু-পাখী পুড়ে হচ্ছে ছাফ,

নারী, শিশু বৃদ্ধ-বৃদ্ধা নেই যে কারুর মাফ।

মরছে বুলেট-বোমায় আর নাফ নদীর ঐ পানিতে,

বাঁচার আশায় দেশত্যাগী তারা রাস্তায় দলে দলে।

সামনে তাদের অাঁধার জগৎ চোখে ঝরছে অশ্রুধারা,

পথে-প্রান্তরে পড়ছে লুটিয়ে কত অনাহারী আধমরা।

কোথায় পাবে তারা অন্ন, কেমনে কাটাবে দিন?

সহায়-সম্বল সব হারিয়ে আজ তারা নিঃস্ব বাস্ত্তহীন।

যেদিকে তাকায় প্রতিকুল পরিবেশ তাই শরণার্থীর বেশে,

অবশেষে তাদের মিলল আশ্রয় বাংলাদেশে এসে।

আজ তারা সর্বহারা অন্ন-বস্ত্র আশ্রয়হীন,

শরণার্থী শিবিরে বসে বসে তাই গুনছে দুঃখের দিন।

ছিনিয়ে নিয়েছে জগৎ সংসার আরও নিয়েছে জান,

ধরণীতে তাদের একটি অপরাধ, তারা যে মুসলমান।

সকলে দেখায় আশার আলো, আদতে নয় কিছু,

মুখে মুখে শুনায় শান্তির বাণী আসল টানটি পিছু।

হে আল্লাহ! করজোড়ে তাই তোমার কাছে মাগী আশ্বাস,

তুমি না তাকালে অবনীতে হবে মুসলমানদের সর্বনাশ।






বাঁচার দাবী - আতিয়ার রহমানকলারোয়া, সাতক্ষীরা।
স্বাগতম রামাযান - -আতিয়ার রহমানমাদরা,কলারোয়া, সাতক্ষীরা।
তাবলীগী ইজতেমা - মুহাম্মাদ ইসমাঈল হোসাইন ধূরইল, মোহনপুর, রাজশাহী।
প্রার্থনা - ইউসুফ আল-আযাদবাশাইল, টাংগাইল।
রাতের শেষে রাত
নৈতিকতার শিক্ষা - হাসান আলীপি-এইচ.ডি গবেষকইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
আত-তাহরীক তুমি - মুহাম্মাদ আরাফাত ইসলামদিনাজপুর।
নওদাপাড়ার ইজতেমায় - মুছত্বফা কামাল বুড়িমারী, লালমণিরহাট।
হিংসা-বিদ্বেষ
দেশের তরে; অহি-র পথে; অপূর্ব সৃষ্টি জগত; এসো অহি-র পথে
হায় রোহিঙ্গা! - মাক্বছূদ আলী মুহাম্মাদী (৭০)ইটাগাছা-পশ্চিম, বাঁকাল, সাতক্ষীরা।
ভাল সাথী
আরও
আরও
.