কে গো বারে বারে অলক্ষ্যে অদূরে
মম নাম ধরে শুধু ডাকে?
দিবা ও রাত্রি আমি যাত্রী
মরণ নদীর বাঁকে।
দূরাম্বর হ’তে ধ্বনিত সে ডাক
কঠিন কণ্ঠস্বরে,
চকিতে চমকি দু’চোখে দেখি
আজরাঈল (আঃ) এসেছে দ্বারে।
আকাশ ভেদিয়া আসিছে সে ডাক
পাতাল ভেদিয়া শুনি,
আর নয় হেথা এখন কেবলি
মরণের দিন গুনি।
সচল অবয়ব অচল স্তব্ধ
সামনে চলে না আর,
শেষ চাওয়া-পাওয়া শেষ নাওয়া-খাওয়া
সবই যে রুদ্ধ দ্বার।
বিদায়ী সালাম জানাই আমি আজ
মায়া ভরা ধরণীর
অতীতের স্মৃতি হৃদয়েতে অাঁকি
নয়নে আসিছে নীর।
বিদায়ের কালে আসিছে সকলে
শেষ দেখা দেখিবার
সকলের অাঁখি ভিজা ভিজা দেখি
ক্রন্দন করাই সার!