কি হবে বসে থেকে,

অযথা বিপদ দেখে;

এগিয়ে এসো, পথ ভোলাদের

ছহীহ হাদীছের দাওয়াত দিতে।

আল্লাহ বলেন, কঠোরভাবে

কেমনে তোমরা ভাবলে সবে

চুপে চুপে ঈমান নিয়ে

বিনা দাওয়াতে জান্নাতে যাবে?

এসো মুমিন করি পণ,

দাঈ হয়ে আজীবন;

শিরক-বিদ‘আত ও জঙ্গী-নীতি

করব নির্মূল, রাখব কীর্তি।

কুরআন-সুন্নাহ জীবন-সাথী

বিশ্ব মুসলিম হবে এক জাতি;

স্ব স্ব মাতৃভাষায় বিশ্বময়

হয়েছে অনুবাদ কিতাবদ্বয়।

কিসের ভয়, নাই সংশয়,

এনেছি ঈমান মূল কালেমায়;

এক বাঁধনে আবদ্ধ মোরা

ছহীহ দলীলে সবার সেরা।

দ্বন্দ্ব ভুলে বন্ধুর বেশে

তল্লাশিব কুরআন হাদীছে;

নির্ভেজাল দাঈর বেশে

পথ দেখাব ফিরদাউসে।

নির্ভেজাল দাঈ-র সূতিকাগার,

নির্ভেজাল সংগঠন;

‘আহলেহাদীছ আন্দোলন’।






আরও
আরও
.