ভাবছিস কি তুই জান্নাত পাবি

ছালাত পড়ে শুধু পশ্চিমে

দোদেল বান্দা তুই আছিস হয়ে

নাম লিখিয়ে মুসলিমে।

সিরিয়ালের ঐ নাটকে তোর

দূর্গা সরশ্বতী,

ঘরের ভিতর মূর্তিপূজা

ঈমানের করেছে ক্ষতি।

উলু ধ্বনি দেবীর অঞ্জলী

টিভির পর্দায় দেখিস,

তোর ধর্ম যে ইসলাম ছিল

কেমনে ভুলে গেছিস।

একটু খানি শোন না আমার

তিক্ত তির্যক বাণী,

আগের মতো পড়িস না কেন

পবিত্র কুরআন খানি।

যুক্তি তর্ক অযুহাত দিয়ে

ছালাত করছিস কাযা,

মনে মনে ভাবছিস এতে

কি আর হবে সাজা?

পিঞ্জর থেকে যে দিন পাখি

উড়ে যাবে তোর,

সেদিন থেকে তোর নিশি আর

হবে না কো ভোর।

কেঁদে কেঁদে সারা হবি

সময় হবে পার,

কবর মাঝে রইবি একা

চারিদিকে শূন্য অাঁধার।

মারবে ভীষণ জোরে তোরে

আযাবের ফেরেশতা

শুনবে না তোর আকুতি তারা

মানবে আদেশ মহান বিধাতার।

সময় থাকতে তাই বলি ভাই

হকের পথে ফিরে আয়,

পরকালে মুক্তি পেতে

জীবন গড় অহি-র আলোয়।






আরও
আরও
.