মাকছূদ আলী মুহাম্মাদী, সাতক্ষীরা।
হে দ্বীনী মুজাহিদ! এ দ্বীনের হেফাযতে
জামা‘আত বাঁধ এক সাথে
দাওয়াত এসেছে কুরআন-হাদীছের
জীবন গড় অহী-র পথে।
বহু দল ভুলি এক দলে মিলি
কুরআন-সুন্নাহর বন্ধনে
ভ্রাতৃসম গড়িতে মম
বিশ্ব আদম সন্তানে।
বিদ‘আতীর চাল কর বানচাল
ধোঁকাবাজের ফৎওয়া
আল্লাহর বিধান আল-কুরআন
আর ছহীহ হাদীছ বুঝিয়া।
বাঁধ শিরস্ত্রাণ হও আগুয়ান
হবে শহীদ না হয় গাযী
ইহ-পরকাল যাবে না বিফল
এসো মুজাহিদ রণবীর সাজি।
রণ হুংকার আল্লাহু আকবার
হায়দারী হাঁক গগন ভেদী
বিদ‘আতীর প্রাণ হবে অবসান
রণ হুংকার শুনে যদি।
মিথ্যা যবান শূন্য ঈমান
ওরা আল্লাহ ও রাসূলের চির দুশমন
হোক সহোদর কিংবা সহচর
দিওনাকো ঠাঁই ভাবিয়া আপন।
তাই মিথ্যাকে আমি করি পদাঘাত
মিথ্যা বলে যারা বিশ্বে
তাদেরই সাথে সম্পর্কহীনতায়
আমি যেন থাকি সকলের শীর্ষে।
বিদ‘আতীর ছালাত মনগড়া মত
ছহীহ হাদীছের পরিপন্থী
ধারে না ধার কুতুবে সিত্তার
পাঞ্জেগানা ঈদায়নেও ভিন্ন নীতি।